নাগরিকত্ব
আমার ধ্বসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
মিলন
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সন্ধি হয়েছে তীব্র,
জন্ম নিচ্ছে কত-
প্রতিবাদী শব্দস্রোতের ধারা,
তালপাতা হোক কিংবা কাগজের বুকে-
কলমকালির যোদ্ধারা পথভ্রষ্ট দিশেহারা।
আড়ালে
সত্যিমিথ্যার লুকোচুরি মহলাকক্ষে,
মুখোশের আড়ালে গর্জায়
কতটা দরাদরি বন্ধুক-নিন্দুক সেজে
বাঁকা চাঁদ আড়চোখে দেখে-
উৎকোচ উঁকি দেয় দরজায়।
কন্টক
স্নেহ মমতার ক-লাইন শব্দে,
হৃদয়ের নিলয়-অলিন্দে-
খুশির সানাই সুর তুলে নহবত বসায়
শামিয়ানা মাছের জালে ঢাকা,
অবিশ্বাসী কাঁটা-নুড়ি আদরে রক্ত ঝরায়।
অপলক
দেমাগি মন সিঁড়ি বেয়ে,
আকাশ ছুঁতে চেয়ে ছুৎমার্গ রীতিমনা তণ্বী
খড়কুটো যতো বাতিলের একলব্য
কাটা আঙুলেও দুরন্ত বাজপাখি অপলক,
কখনো জলাশয় কখনো বহ্নি।
আমার ধ্বসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
নিজেদের ভেঙে পড়া ঝনঝনানি শব্দে প্রতিটি ভোর হয়। ভাঙা টুকরোগুলো নতুন অবয়বে জুড়ে দেয়ার…..
অচেনা আমি হতাশার নোনাজল ঢেউ খেলে হৃদয়ের আঙিনায়। ভাঙনের সুর মাতাল অগ্নি ঝরা সায়াহ্নে আঁধার…..
তোমায় নিয়ে বাঁচি একদিন আমাদের পৃথিবীটাকে সূর্যসমেত গিলে খাবে একটা কালো বিন্দু সেদিন কি পুরো…..