শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
মিলন
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সন্ধি হয়েছে তীব্র,
জন্ম নিচ্ছে কত-
প্রতিবাদী শব্দস্রোতের ধারা,
তালপাতা হোক কিংবা কাগজের বুকে-
কলমকালির যোদ্ধারা পথভ্রষ্ট দিশেহারা।
আড়ালে
সত্যিমিথ্যার লুকোচুরি মহলাকক্ষে,
মুখোশের আড়ালে গর্জায়
কতটা দরাদরি বন্ধুক-নিন্দুক সেজে
বাঁকা চাঁদ আড়চোখে দেখে-
উৎকোচ উঁকি দেয় দরজায়।
কন্টক
স্নেহ মমতার ক-লাইন শব্দে,
হৃদয়ের নিলয়-অলিন্দে-
খুশির সানাই সুর তুলে নহবত বসায়
শামিয়ানা মাছের জালে ঢাকা,
অবিশ্বাসী কাঁটা-নুড়ি আদরে রক্ত ঝরায়।
অপলক
দেমাগি মন সিঁড়ি বেয়ে,
আকাশ ছুঁতে চেয়ে ছুৎমার্গ রীতিমনা তণ্বী
খড়কুটো যতো বাতিলের একলব্য
কাটা আঙুলেও দুরন্ত বাজপাখি অপলক,
কখনো জলাশয় কখনো বহ্নি।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..