প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
মিলন
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সন্ধি হয়েছে তীব্র,
জন্ম নিচ্ছে কত-
প্রতিবাদী শব্দস্রোতের ধারা,
তালপাতা হোক কিংবা কাগজের বুকে-
কলমকালির যোদ্ধারা পথভ্রষ্ট দিশেহারা।
আড়ালে
সত্যিমিথ্যার লুকোচুরি মহলাকক্ষে,
মুখোশের আড়ালে গর্জায়
কতটা দরাদরি বন্ধুক-নিন্দুক সেজে
বাঁকা চাঁদ আড়চোখে দেখে-
উৎকোচ উঁকি দেয় দরজায়।
কন্টক
স্নেহ মমতার ক-লাইন শব্দে,
হৃদয়ের নিলয়-অলিন্দে-
খুশির সানাই সুর তুলে নহবত বসায়
শামিয়ানা মাছের জালে ঢাকা,
অবিশ্বাসী কাঁটা-নুড়ি আদরে রক্ত ঝরায়।
অপলক
দেমাগি মন সিঁড়ি বেয়ে,
আকাশ ছুঁতে চেয়ে ছুৎমার্গ রীতিমনা তণ্বী
খড়কুটো যতো বাতিলের একলব্য
কাটা আঙুলেও দুরন্ত বাজপাখি অপলক,
কখনো জলাশয় কখনো বহ্নি।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..