প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
অগোছালো পঙক্তি ২
একটি বাজার কিনে ফেলি, কিংবা পুরো শপিং-মল
কিনে ফেলি চাল-ডাল, প্রসাধনী এবং চোখের জল
২
ঈশ্বর শুদ্ধ করে দিক, তোমার ভুল বানান এবং প্রেম
সাথে বোধ, কী ছিলো আর কী হারালেম…
৩
শুশ্রূষা চায় বর্ষাকাল, বৃষ্টির ঋণ জমেছে জলের টবে
ফুলেরা প্রাণ পেলেও ঘরহারা পিঁপড়ে উৎসবে…
৪
ছেড়ে যাওয়া বাস জানে না, কে করে হাহুতাশ
প্রতীক্ষা শুধু জানে এ দূরত্ব শেষে কতটা সর্বনাশ
৫
ইতিহাস লিখে যাই, এখানে নদী জলের তোড়ে কাঁপে
স্নানঘরে সমুদ্র এসে দাঁড়ায় বাসনার উত্তাপে…
অব্যাহতি
ফিরে আসি একা, গৃহস্থ নই একাকী বাস্তুসাপ
ফিরে আসি একা, নিয়ে যাবতীয় অভিশাপ…।
ফিরে আসি একা, অভ্যস্ত নই এমন অনভ্যাসে
ফিরে আসি একা, সাথে ভুল রাত অবকাশে…।
ফিরে আসি একা, পাখিরা ফিরে দীর্ঘ শীতের শেষে
ফিরে আসি একা, জবুথবু শীত ভালোবেসে…।
ফিরে আসি একা, না এলেও ছিলো না তেমন ক্ষতি
ফিরে আসি একা, না এলে সে পেতো অব্যাহতি…।
বিকল্প উত্তাপ
অন্ধকারও উষ্ণ হয়, বরফেরা গলে যায় তাপে
বিকল্প উত্তাপ জমে থাকে পোড়ানোর অভিশাপে
কী করে জ্বালাই আগুন শ্যাওলার গন্ধ ভাসে খুব
জমে থাকা বিপন্ন কাঠে স্যাঁতসেঁতে প্রেম অপরূপ
করার কী আছে, কাঁটাঝোপ ঘিরে রাখে বাড়ি
ভাবোনি, বাস্তুসাপ নেবে না মেনে এই বাড়াবাড়ি
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..