প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
অচেনা আমি
হতাশার নোনাজল ঢেউ খেলে হৃদয়ের আঙিনায়।
ভাঙনের সুর মাতাল অগ্নি ঝরা সায়াহ্নে আঁধার নামে নিস্তব্ধতায় অবেলায় খেলাঘরে।
শূণ্যতা করেছে গ্রাস আমায় চুপি চুপি
নিঃসঙ্গ জীবনে সুখ যেন ধোঁয়াশা শ্রাবণ
স্বপ্নিল ডানা হাওয়ায় ভাসায় না মেঘের চুম্বন
সুখের প্রত্যাশায় ঢেউয়ে ভাসে যৌবনের লাশ।
মায়াবিহীন বন্ধনে আবেগে স্রোত হীনা
অবাক নয়ন দৃষ্টিহীন পলকে হাহাকারের আর্তনাদে গুণে অপেক্ষার প্রহর
সুখ কী দেবে ধরা?
মরীচিকা হয়ে আঁধারের পথে বৃথাই হাঁটি
অবান্তর প্রশ্নগুলো মনের জানালায় কড়া নাড়ে আড়ালে লুকিয়ে অঝোরে অশ্রুজল।
প্রতীক্ষার প্রহর
দুচোখের নীরব কান্নাগুলো দেখতে কী পাও?
বুকের দীর্ঘশ্বাসে বেদনার সুর তুলে
অঝোরে বৃষ্টিস্নানে জর্জরিত কায়
নির্বাক দৃষ্টিতে অপলক অপেক্ষার প্রহর।
অভিমানে হৃদয়ে ভালোবাসার প্রাচীর
নীরবতা যেখানে মুখরিত
অভিলাষে সাধ্য কার।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..