প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
মায়ার ছলনা
আরাধ্য সন্ধ্যার আবছায়ায়, এক নামহারা পাখির মায়াদৃষ্টি–
ছলকে পড়ে ভেতর ঘরে, যেন গঙ্গা শুষে নেয় প্রতিমার শরীর।
সুনিপুণ তালে ছক কাটে হৃদয়ের লেপাপোঁছা মাটির মেঝেতে।
ধূপারতি, উলুধ্বনিতে আমায় তুলে দেয় বাঘবন্দি খেলাঘরে।
নিজেকে হাতড়ে বেড়াই চারিপাশে, খুঁজেই পাই না আমার আমি।
চুক্তি বিহীন, অনানুষ্ঠানিক ভাবেই বেহাত হয়ে যায় হৃদয় ভূমি।
মায়ার ছলনাতে শিকার হয়ে যাই অযাচিত সুখের আবেশে।
সন্তাপের শ্রাবণ নদীটি উড়ে যেতে চায় মায়ামেঘের তরাসে।
নামহারা পাখিটি দৃষ্টিফলা ছুড়ে,
জিতে যায় আমার সীমানায়।
সে যে উড়ে যায়, আমি হেরে যাই বিভ্রান্তির নিরালোক বারান্দায়।
অচেনা প্রিয়
মাঝেমধ্যে খুবই দুর্বোধ্য হয়ে ওঠো
ঠিক বুঝে উঠতে পারি না, সরল নিয়মের সরলতায়।
চিনতে পারি না জানালার শার্শিতে চিরচেনা আকাশের মতো।
বর্ণ,অক্ষর, সবটাই চেনাজানা তারপরও
পড়তে পারি না সাবলীল উচ্চারণে।
অক্ষরজ্ঞানহীন অবলার কাছে
চায়নিজ মান্দারিন হয়ে যাও কী দারুণ বিন্যাসে।
হিসেব মিলাতে গেলেই অচেনা হয়ে যাও
এলোমেলো হয়ে যাও, পৌষের নরম রোদে রচিত প্রিয় ধারাপাত।
বিরহী ঝংকার তুলে দু’হাত গলে পড়ে যাও খুচরা পয়সার মতো।
ঠিক তখনই মনে করতে পারি না
তুমি কি আমায় প্রথম ডেকেছিলে,
না আমি তোমাকে?
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..