শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
অপার অগাধ জীবন। নাকি পদ্মপাতায় একফোঁটা শিশিরবিন্দুর মত? জানিনা। এই অজ্ঞতা আমাদের এক প্রশান্তিও দেয় সময়বিশেষে।
ছোপ ছোপ রঙ্গে আমরা ক্যানভাস রাঙ্গাতে চাই। রঙ্গাতে চাইলেও ঠিক্টহাক রঙ টা আমরা বাছাই করে উঠতে পারিনা। কোথাও গিয়ে আমাদের আটকায়। কোথায় আটকায়? দ্বিধা না সংশয় কে জানে! এখানেও একই জিনিস ঘুরেফিরে আসে! অজ্ঞতা!
আশেপাশের লোকজনের অবশ্য সেই অজ্ঞতা দূর করার ক্ষেত্রে চেষ্টার কোন ঘাটতি নেই। তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই বরং নিজস্ব জ্ঞন জাহির করার প্রবণতা দেখা দেয়। এ ক্ষেত্রে তারা ক্লান্তিহীন।
জ্ঞান সে ত মহাসমুদ্র। সাঁতরে সাঁতরে কতদূর যাওয়া যাবে আর! মাঝপথে হয়ত হাবুডুবু খেতে হবে।
না জেনে থাকাও তাই অনেক সময় আশীর্বাদ।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..