আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অপার অগাধ জীবন। নাকি পদ্মপাতায় একফোঁটা শিশিরবিন্দুর মত? জানিনা। এই অজ্ঞতা আমাদের এক প্রশান্তিও দেয় সময়বিশেষে।
ছোপ ছোপ রঙ্গে আমরা ক্যানভাস রাঙ্গাতে চাই। রঙ্গাতে চাইলেও ঠিক্টহাক রঙ টা আমরা বাছাই করে উঠতে পারিনা। কোথাও গিয়ে আমাদের আটকায়। কোথায় আটকায়? দ্বিধা না সংশয় কে জানে! এখানেও একই জিনিস ঘুরেফিরে আসে! অজ্ঞতা!
আশেপাশের লোকজনের অবশ্য সেই অজ্ঞতা দূর করার ক্ষেত্রে চেষ্টার কোন ঘাটতি নেই। তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই বরং নিজস্ব জ্ঞন জাহির করার প্রবণতা দেখা দেয়। এ ক্ষেত্রে তারা ক্লান্তিহীন।
জ্ঞান সে ত মহাসমুদ্র। সাঁতরে সাঁতরে কতদূর যাওয়া যাবে আর! মাঝপথে হয়ত হাবুডুবু খেতে হবে।
না জেনে থাকাও তাই অনেক সময় আশীর্বাদ।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..