আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
অপার অগাধ জীবন। নাকি পদ্মপাতায় একফোঁটা শিশিরবিন্দুর মত? জানিনা। এই অজ্ঞতা আমাদের এক প্রশান্তিও দেয় সময়বিশেষে।
ছোপ ছোপ রঙ্গে আমরা ক্যানভাস রাঙ্গাতে চাই। রঙ্গাতে চাইলেও ঠিক্টহাক রঙ টা আমরা বাছাই করে উঠতে পারিনা। কোথাও গিয়ে আমাদের আটকায়। কোথায় আটকায়? দ্বিধা না সংশয় কে জানে! এখানেও একই জিনিস ঘুরেফিরে আসে! অজ্ঞতা!
আশেপাশের লোকজনের অবশ্য সেই অজ্ঞতা দূর করার ক্ষেত্রে চেষ্টার কোন ঘাটতি নেই। তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই বরং নিজস্ব জ্ঞন জাহির করার প্রবণতা দেখা দেয়। এ ক্ষেত্রে তারা ক্লান্তিহীন।
জ্ঞান সে ত মহাসমুদ্র। সাঁতরে সাঁতরে কতদূর যাওয়া যাবে আর! মাঝপথে হয়ত হাবুডুবু খেতে হবে।
না জেনে থাকাও তাই অনেক সময় আশীর্বাদ।
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..