অনন্যা, শুধু তোমার জন্য

জয়ন্ত দত্ত
কবিতা
Bengali
অনন্যা, শুধু তোমার জন্য

একটি ভাঙনের গান

আমাকে দেখে যে খুন হয়
তাঁর ও একটি কষ্টের নদী আছে
জলকাক বিবর্ণ সন্ধ্যায়
ঘুম পায় তাঁর

আমাকে দেখে যে খুন হয়ে যায়
আমিও পাশ ফিরি তাঁর রক্ত জ্যোৎস্নায়

আমাকে দেখে যে খুন হয়
তাঁর ও একটি পাড় ভাঙা গল্প আছে

ক্যালাইডোস্কোপে চোখ রাখি

মাঝরাতে নড়েচড়ে বসে স্মৃতির শহর
পলাতক চোখ খুঁজে ফেরে হারানো ঠিকানা

প্রাপ্তি স্বীকারের যোগ বিয়োগে
যে মানুষটি দাঁড়িয়েছিল বৃদ্ধ গাছের মতন
তাঁর চোখে আজ অনুশোচনার তীব্র ক্ষরণ!!

অনন্যা, শুধু তোমার জন্য

যতগুলো রাত অপেক্ষা আর অনিশ্চয়তায় নিদ্রাহীন ছিলে
গুনে গুনে ঠিক ততোগুলো নক্ষত্রের বুকে লেখা হয়েছে
তোমার আত্মকথন।

ঠিক যেদিন আকাশ আসমানী নীল থেকে
আস্তে আস্তে গাঢ় নীলে পরিণত হয়েছে
আমি যতবার আর্তনাদ করেছি
ঠিক ততবার তোমার কান্না ভেসে এসেছে
আমার উঠোনে…

তোমার কারণে যতগুলো সাগর মরুদ্যান হয়েছে
আমার অপেক্ষায় ঠিক ততগুলো মরুদ্যান সাগরে পরিণত হয়েছে

তোমাকে ভালো না বাসলে বুঝতেই পারতাম না
পৃথিবীর বুকে এখনো অলৌকিক কিছু আছে!

ইচ্ছের রঙ মেখে

.দুঃখ ভুলে যাও,বাঁচো
শোকের দ্বীপটিকে
পাঠিয়ে দাও
অন্য কোন স্থানে
করতলে রেখে গেছে যে আত্মহননের
গোপন স্মৃতি
যাকে ছাড়া গভীর রাতে
নিদ্রা কড়া নাড়ে না

ইচ্ছের রঙ মেখে তাকে ভুলে যাও…

 

অপেক্ষাই শুধু

এক হাতে নির্লিপ্ততা ছড়াতে ছড়াতে
অন্য হাতে তুলে নিচ্ছ ধুতরার ফল
দেওয়াল লেখায় আবছা রক্তের দাগ
রাজপথ গ্রীষ্মের দুপুর হয়ে খাঁ খাঁ করছে।

অগ্নিমাখা চোখে ছল ছল করে অপ্রাপ্তি
যে দিকেই চোখ যায় কেউ কোত্থাও নেই
আমি যতবার সূর্যকে প্রদক্ষিণ করে ফিরে এসেছি
ঠিক ততবার বিপ্লব আমার দরজায় এসে ফিরে গেছে।

নষ্ট জলে গা ধুঁয়ে ধুপকাঠি জ্বালিয়ে
পবিত্র হচ্ছে কিছু মানুষ
রক্তচোষা প্রাণীর থেকেও বিপদসীমার ওপর
ওদের চরাচর।

কৃষ্ণচূড়া শুকিয়েছে বহুদিন হল
গোধূলির শেষ সূর্যটাকে আজকাল কৃষ্ণচূড়া মনে হয়
ছুটে বেড়ানো আগন্তুক মেঘ দেখে
মাঝে মধ্যে মনে হয় সে এসেছে
এক পশলা বৃষ্টি হলে
মনে হয় কেউ তো নেই!

অপেক্ষা শুধুই…
আমি আজো হিমালয় হয়ে দাঁড়িয়ে আছি
তুমি লাল গালিচায় সওয়ার হয়ে চলে এসো!

জয়ন্ত দত্ত। কবি, অণুগল্পকার ও প্রচ্ছদ শিল্পী। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের দূর্গাপুরে। পেশাগতসূত্রে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত। বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনের নিয়মিত লেখক।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..