অনিদ্রার পাখি

রোমান জাহান
কবিতা
Bengali
অনিদ্রার পাখি
অনিদ্রার পাখি
হঠাৎ অনিদ্রার পাখি
প্রাজ্ঞ সুরে ডাকে
সময়ের কিনারায়
দারুণ অসহায়
বেহুলাবিহীন হেঁটে যায়
বাবুই ফেরা সন্ধ্যায়
একা আর ব্যথিত জোনাকি
অন্তর্হিত পূর্ণিমায়
চন্দ্রবোড়া চোখ দেখে
প্রার্থণার অসুখে
মৃত্যুতে ইচ্ছে গুঁজে দেয়
ধ্বসে-পড়া জানালায়
কবেকার দৃষ্টি বিনিময়
এখন আর মনে পড়ে না
শোকার্ত শহরের ভাবনা
কেবলই শনাক্তহীন
খাঁ খাঁ বিরান,
ফতুর ফাকা
বৃক্ষ-পল্লবহীন
হারিয়ে-যাওয়া দিন
নষ্ট কম্পাসের মত
অন্যমনস্ক চলে যায়
ভুল রাস্তায় আঁকা-বাঁকা
এখন কেবলই
নিরুপায় তাকিয়ে থাকা
স্মৃতি
কেউ নিচ্ছে-একরত্তি উঠান, চৌকাঠ
সাদা চাঁদ, আতঙ্কহীন মরা নদীর ঘাট
ক্ষণজন্মা কৈশোর থেকে
তলোয়ারের মত বিষণ্ন ফলকে
হাওয়ায় কেটে কেটে নিজেকে
বন্দী সারাজীবন, ঈর্ষার নরলোকে
বিপন্ন নাগরিক পতঙ্গ যেমন
অষ্টপ্রহর ওড়ে বিতৃষ্ণার চারিদিকে
কেবল আমিই বসে থাকি
জীবন যাচ্ঞার অবয়বে দেখি
অদৃশ্য বছর, ইচ্ছের খিস্তি-খেউর
ছেঁড়াখোঁড়া রাজহংসীর দৌড়
অনঢ় পড়ে থাকে – ভ্রান্তির মতন
স্মৃতি যেন বিচ্ছিন্নতার অবগাহন
মনস্তাপের দংশন
অন্যরকম বর্ষা
রোমান জাহান
হয়ত বর্ষায় আবারো বৃষ্টি হবে
কালো কালো মেঘের অনুভবে
থান কাপড়ের মত বর্ষণ
হুড়মুড় ছড়িয়ে দেবে নৈশব্দের গর্জন
সবুজের আঁচলে জলের ঘ্রান
আলো আর আধারের অভিমান
কেবল মেধাতে জেগে রয়
একজীবনের স্মৃতি আর
সিঁড়ি বেয়ে চলে যাওয়ার সময়
হঠাৎ মনে হলে
অন্যরকম বর্ষায় ভিজি বিষাদের লাল-নীলে

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..

ফ্রেম

ফ্রেম

দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..

সীমানার শর্ত

বিজ‌য়ের সব মুহূ‌র্তেই… তার অ‌ধিকার! কেন্দ্র হোক আর কেন্দ্রা‌তিগ ব‌লের আসন; কেউকেউ বোরকায় রমনীয় স‌ঙ্গানুসঙ্গের;…..