আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
দীক্ষা
তুমি দখিন কোণের দিকে একটু একটু করে
সরে যেতে যেতেও রাগে লাল হয়ে উঠছ ক্রমশ,
আলপথে হাঁটতে হাঁটতে চোখ বলছে, একটু চোখালাপ হতেই পারে।
এতো লাল তোমার মুখ- ভয়ে নয়, অহঙ্কারে মাথা উঁচু করে,
তোমার কাছ থেকে সাহস নিতে চাই।
সবুজ ক্ষেত তোমার আলোয় ধিরে ধিরে সোনালী থেকে লালচাদরে মুড়ছে,
জেগে ওঠার গান নিয়ে তুমি দীক্ষাগুরুর বেশে।
জিঘাংসা
কলি হতে ফুল ফোটার বাড়ন্ত সময়ে সহবাসে সহোদল,
স্বৈরাচারী মালীর উৎপাটিত যন্ত্রণা- নীরব কান্নায় বৃন্তের বিলাপ।
হিসেবের জাবেদা খাতা উন্মুক্ত নিষ্ঠুর
লাভ-ক্ষতির চতুর খেলা,
কিশোর প্রেমের অনুমানের ছোঁয়াতে লুটিয়ে পড়ছে অসহায় এতিম।
একটা একটা পাপড়ি গণিতের সরঞ্জাম,
সাফল্য না ব্যর্থ, মুনাফা কিংবা লোকসান! সময় কাঠগড়ায়।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..