আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
দীক্ষা
তুমি দখিন কোণের দিকে একটু একটু করে
সরে যেতে যেতেও রাগে লাল হয়ে উঠছ ক্রমশ,
আলপথে হাঁটতে হাঁটতে চোখ বলছে, একটু চোখালাপ হতেই পারে।
এতো লাল তোমার মুখ- ভয়ে নয়, অহঙ্কারে মাথা উঁচু করে,
তোমার কাছ থেকে সাহস নিতে চাই।
সবুজ ক্ষেত তোমার আলোয় ধিরে ধিরে সোনালী থেকে লালচাদরে মুড়ছে,
জেগে ওঠার গান নিয়ে তুমি দীক্ষাগুরুর বেশে।
জিঘাংসা
কলি হতে ফুল ফোটার বাড়ন্ত সময়ে সহবাসে সহোদল,
স্বৈরাচারী মালীর উৎপাটিত যন্ত্রণা- নীরব কান্নায় বৃন্তের বিলাপ।
হিসেবের জাবেদা খাতা উন্মুক্ত নিষ্ঠুর
লাভ-ক্ষতির চতুর খেলা,
কিশোর প্রেমের অনুমানের ছোঁয়াতে লুটিয়ে পড়ছে অসহায় এতিম।
একটা একটা পাপড়ি গণিতের সরঞ্জাম,
সাফল্য না ব্যর্থ, মুনাফা কিংবা লোকসান! সময় কাঠগড়ায়।
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..