অনুসেক্স

সৌরভ বর্ধন
কবিতা
Bengali
অনুসেক্স

অনুসেক্স

একটা গিরগিটির লাফ দেওয়ার মুহূর্তকে
আমরা নোটবন্দি করতে চেয়েছি। ফলত
র‍্যান্ডাম কিছু ক্লিক একদম কোয়ার্ক অবধি ঢুকে গ্যাছে।

এখন আরাম। এখন তৃপ্ত কাকুতি ক্ষণ।
এখন আমাদের সুখের একক মোল।

 

প্রতিশ্রুতি

একের পর এক গানে প্রেমিকা বদলে যাচ্ছে
শরীর থেকে খসে পড়ছে স্বাক্ষরিত বই
সুপ্রাচীন নীলকুঠি ছুঁয়ে গড়িয়ে পড়ছে
বিচ্ছিন্ন রোদ আর কার্বন

আমার প্রতিফোঁটা চোখ কোটর থেকে পড়বার
ঠিক আগেই বাষ্পীভূত হচ্ছে উড়ান…

 

চলন

আমরা যেমন ঘরের মধ্যে গাছ গড়ে তুলি,
গাছের মধ্যে খুঁজি ঘর

আমরা কেমন তুলোর পুতুল, নুনের পুতুল গাঁধার পিঠে
আমরা যেমন কাছে ডেকে ঘোড়াকে বলি অশ্ব হতে

তেমন করে আমি বসে আছি
বসেই আছি শূন্য কৌটোর কাছে

 

ঈর্ষা

আমি সরে গেলে কোথায় যেন মেঘ কেটে গ্যাছে।

আমার রুপোর ডিসেম্বর পরা সোয়েটার,
জোনাকির সঙ্গমকাল হতে উৎপন্ন
উল এবং ভেষজ কাঁটা :

যেন তাকে গলাধঃকরণ করা খুব সহজ
খুব শান্ত পুতুল সে!
যেন তাকে মন দিয়ে ঝলসে দেবো এখনি!

 

বাস্তব

আমার বক্তৃতার একটা বিকৃত / বিক্রীত ক্লিপিংস্
বারবার ফিরে আসছে আমারই কাছে,
আমি দুরন্ত খিস্তি মারছি বক্তাকে…

সত্যকে সারাদিন অনুবাদ করে যা যা পাই
সেসব দিয়ে একটা ভাব তৈরি করি
পরবর্তী সিনেমার জন্য। অথচ, আমি নিশ্চিত নই সঙ্গমে।

সৌরভ বর্ধন। কবি। জন্ম ১৯৯৪ সালের ৯ই সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার শান্তিপুরে। স্কুলবয়স থেকেই কবিতা লেখার শুরু। যদিও সিরিয়াস কবিতাযাপনে অনেক পরে আসা। বর্তমানে বাংলার বিভিন্ন লিটিল ম্যাগ ও ব্লগজিন, ওয়েবজিনের নিয়মিত লেখক।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..