অন্তরা দাঁর তিনটি কবিতা

অন্তরা দাঁ
কবিতা
Bengali
অন্তরা দাঁর তিনটি কবিতা

খেরোখাতা

সেই সব কথা দেওয়া বাকি ছিল
সতেরো বছর কষ্টের খেরোখাতা
ডিপ্রেশন বাধিয়েছে বুক
ধূসর শহরে অবাক নির্জনতা।

পথ হাঁটি মনকেমনের
ইচ্ছেনিবিড় স্বপ্নের সহবাস
বসন্তদিন ডেকে চলে যায় দূরে
তবু পারিজাত ফোটে বারোমাস।

মৌনকথার দীর্ঘ মিছিল জুড়ে
বোবাকান্নার করুণ নিষেধসুর
কি জানি কি অসুখে ও সুখে
মিলেমিশে গেছে অচিন হৃদয়পুর।

ধ্রুপদীগানের যেন কোন বন্দীশ
বাসরঘরের বেহাগসুরের সানাই
মধ্যরাতের দরবারী কানাড়া
কোন অছিলায় শ্যামপীরিতি জানাই।

হেমন্তের চিঠি

কে জানে কখন ব্যস্ত শহর ঘুমে
চাঁদ জেগে থাকে একা নীল বাইপাসে
লেট -অটমের শিশির মেখেছে ঘাস
সন্ধের মুখে কুরচিফুলেরা হাসে।

বোতামখোলা দুপুরের অবকাশ
বিকেলসন্ধে ভিজে যাওয়া আস্তিন
ইনবক্সের ডিজিটাল প্রোপোজাল
ভাবনার ঘরে যত তালকানা দিন।

পরবাসে যে জন আছে দূরে
ভাবছি তার কথা কেমন করে
আমার চিঠি যাবে অচিনপুরে
কাটাকুটির পরেও তার নাম
যা লিখি তার মুন্ডুমাথা নেই
বলবো কি যে হারিয়েছি খেই
ডাকবাক্সে ফেলে আসি অবসাদের খাম।

 

ফিজিক্যাল

এলোমেলো আমায় নিয়ে
তোমার কাছেই যাওয়া যায়
সব প্রেম কি শরীরময়
কনডম অনিবার্য?

আমার সব ইচ্ছেগুলো
তোমার কাছেই আস্কারা পায়
দিনগুলো শুধু রাত্রিময়
চাঁদের আলো কিম্বা সূর্য।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..