প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
কথা ছিল শন্তি আবাদ করব
শান্তিফেরারীর ঘাটে,
তারপর থেকেই একঝাঁক পায়রা
ধরে রেখেছি বুকের মাঝে।
অথচ এক গোপনে বৈঠকে বেচে দিলে শহরতলি।
আশ্চর্য্যে হয়ে দেখি রেণু রেণু হয়ে ঝরে পড়ছ এ-শরীর থেকে।
বেরুবার হাসফাস
দম বন্ধ হয় ঠাসাঠাসি ঘরে।
বিষাদ সঙ্গ করে পায়রাদের বংশবৃদ্ধি হয়
অগণন হারে ।
ওখানে আকাশ পাড়ে চলছে হাওয়ার পরকীয়তা
হাওয়া ধরার মিথ্যে ঘুমপাড়ানি গানে
পায়রারা ঘুমিয়ে পড়ে।
এখানে অন্তর্দাহের শ্মশান ঘাটে জীবনভস্ম উড়ে।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..