বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
প্রতিটা পথের শেষেই কিছু পথ থাকে
যদিও আমরা তাদের দেখতে পাই না
কারণ সে পথে কোনও পথিক হাঁটে না
পথেরাই হেঁটে যায় শুধু পথ হবে জেনে
তুমি অবশ্য
সে পথে হাঁটতেই পারো, যদি চাও
পা’দুটোকেই পথ মেনে নিয়ে
আমাকে অদ্ভুত এক জীবে পেয়েছে
মানে, ক্রিয়েচার্ আর কী
কিন্তু ঠিক কী জীব, জানি না
নাম ধাম জেনে নেওয়া হয়নি এখনো
জিগ্যেস করছিলাম যদিও
কাল রাতে, বেশ রাত
চোখে ঘুম ঘুম
হঠাৎ কেউ আমার সামনে
চোখ খুলে
মুখ ফিরিয়ে সে আমার দিকে
ডাকলাম
ডাকলাম
কই, কেউ নেই তো!
দ্যাখার মধ্যে কখনো বাহানা খুঁজো না
প্রতিটি ছোট গাছের কাছে যাও
দেখবে সে মাথা তুলে দিয়েছে
প্রতিটি বড়ো গাছের কাছে যাও
দেখবে সে মাথা নামিয়ে ফেলেছে
তুমি পিঁপড়ের চোখ দিয়ে
পৃথিবীকে দেখবে না, ম্যামথের
সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার
কিন্তু মনে রেখো
অন্ধলোকের কোনো আকাশ থাকে না
ধরা যাক, আমি রং নিয়েছি
এবার তোমায় মাখাব
তুমি গলে যাওয়ার আগেই ছুটতে শুরু করলে
আমিও গলতে গলতে তোমার পিছে
তুমি জানো, তুমি রং মাখবেই
আমিও জানি, রাঙাব তোমায়
তবু এই বাড়িয়ে নেওয়া দূরত্বেই রাঙালে আমায়
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..