প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
অসীমের কোলে খাঁ খাঁ করে শূন্যতা
বহতা সময় বয়ে চলে নিস্পৃহ
একদা কখনও যদি তবে কিন্তুরা
ভীষণ সীমিত বিবাদেই অহরহ
তুমি তো পথিক দরজায় কড়া নেড়ে
ঘরের ভেতর বড় জোর দাও উঁকি
বিদায়বাণীতে ভালো থেকো ভালো থেকো
নষ্ট হতে কি রইল কিছুই বাকি?
তুমি তো বাউল পথ আর প্রকৃতিকে
আকণ্ঠ্য পান করেই নির্বিকার
একতারাটিতে লুকোনো অনেক তার
প্রতিটি ছোঁয়ায় শতাধিক ঝংকার
পথের ধর্ম পথ তবে শেষ কথা
সহযাত্রীরা শুধুই বদলে যায়
বর্ষার দোষ নদীর শরীরে ঢেউ
নিজেরই কূল ভেঙে চলে অবেলায়
অথচ সময় খুব অসময় নয়
বসন্ত ছাড়া কোকিল ডাকছে সুরে
অসূয়া এবং অনসূয়া পাশাপাশি
ফসলের বীজ তবুও আস্তাকুঁড়ে…..
একটা সম্পর্ক কতবার বেহাত হতে পারে?
তুমি তো প্রথম থেকেই বারোয়ারি।
ক্ষণিক আবর্তে তবু আচ্ছন্নতা ছিল তীব্র..
পরিতাপ যা কিছু – নিজের বোকামিতে
অভিযোগ আর বাকি নেই..
আত্মপক্ষ সমর্থনে ফিরে তো আসবে না
যখন ছিলে তখনও সে চেষ্টা ছিল না এতটুকু,
ছিল শুধু অসঙ্গত জেদে অবিচলতা।
ভ্রমণবিলাসী আলোকচিত্রের মতো
হতাশা গ্নানির স্মৃতিগুলো
তবে সুখী সেজে বেঁচে থাক।
নিজের ক্ষতে নিজেই প্রলেপ লাগিয়ে
আমিও তো আরোগ্যকামী।
ইন্দ্রপতনের ঘাত সুদূরপ্রসারী,
আমিও কেঁপেছি উঠে সেই অভিঘাতে —
যাদের প্রস্থান হয় নীরবে নিভৃতে,
আমি সেই উপেক্ষার একা অভিসারী।
পথ শিশু হয়ে যায় নাগরিক যিশু
তোমার মনন তাকে করেছে অমর।
রোদ মাখা বোবা চোখে চেয়ে থাকি আমি —
অমলকান্তির কাছে প্রশ্ন ছিল কিছু।
‘এনট্রপি’ তো বিশৃঙ্খলার পরিমাপ —
পড়ে ভালো বলেছিলে, সেটুকুই স্মৃতি!
নিজস্বীতে ধরা নেই কোনও স্বীকৃতি,
নিজস্ব সংগ্রহে রাখা শুধু উত্তাপ।
‘ক্ষণিক আবর্তে’ লিখে ফেলি কেউ গেলে,
মাত্রাবৃত্তে এখন আর মাত্রা ছাড়া নই।
তবুও কবির কাছে যাওয়া হল কই?
ক্ষণিক শূন্যতা ভরে চিতা নিভে এলে…
দারুণ আরাম অথবা তুমুল ঘামে
জীবন প্রবাহ যখন যেখানে থামে
গাছের শাখায় পাখির মায়াবী রাত
সময়ের ফেরে কূজনে ভরা প্রভাত
অলস সময় যাপনের অভ্যেস
আবছা আলোয় আদুরে ঘুমের রেশ।
ঘুম আর শুধু ঘুম দিয়ে চোখ ছায়
কত কী করার স্বপ্নেরা ফিরে যায়
সময়ের দেহ নীল হয়ে যায় বিষে
উপশম চায় শুষ্ক ফাগুন মাসে
ভাঙতে ভাঙতে অবশেষ রোধ করা
আয়নায় আর বিবেক দেয় না ধরা …
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..