অপ্রত্যাশিত ঝড়

রুদ্র অয়ন
কবিতা
Bengali
অপ্রত্যাশিত ঝড়

হৃদয়ের গহীনে তুমি

ভয়ানক এক শূন্যতা নিয়ে
তোমার দ্বারে
কড়া নেড়েছিলেম।
কিন্তু তুমি বিস্ময়ে
ফিরিয়ে দিয়েছো!
অথচ তুমিই ভালোবাসার
স্বপ্ন এঁকেছিলে
আমার দু’চোখের কোণে!

ভালোবাসা
আজন্মকালের তৃষ্ণা আমার।
বুকে কৃষ্ণচূড়া রঙা আগুন নিয়ে আশ্রয় খুঁজে ফিরি।

তোমার চোখ জুড়ে
নেমে এসেছিলো
প্রতিশ্রুতির ছায়া,
কাছে যেতেই প্রমাণ করে দিলে
আমি উদ্বাস্তু!

বুকের গহীনে শূন্যতা নিয়ে
তোমার কাছ থেকে
অনেকটা দূর হেঁটে চলেছি।

বাংলার এক প্রান্ত থেকে
অপর প্রান্তে ছুটে গিয়েছি।
তারপর চলে গিয়েছি
ব্যাবিলনের শূন্য উদ্যানে,
সেখান থেকে ভ্যানুজুয়েলা
অতঃপর গ্রীক দর্শন
দু’পায়ে মাড়িয়ে পৌঁছে গেছি
সাহারা মরু ভূমিতে,
কিন্তু কি আশ্চর্য!
সেখানেও দেখি তুমি!

আমার হৃদয়ের গহীনে
যে তুমিটার দাপুটে বিচরণ
তার থেকে পালাতে চেয়েছি
কিন্তু পারিনি পালাতে!
তোমার মাঝেই
যেন আমার পৃথিবী।
সেখান থেকে পালানো যায় না, পালাতে পারিনি;
পালাতে পারিনা!
ঘুরেফিরে তাই
তোমার কাছেই ফিরে আসি!

বেদনার জলছাপ

দিন শেষে
সন্ধ্যা ঘনায়,
পৃথিবীর বুকে
নেমে আসে রাত।
আঁধার কালো রাত
নেমে এলে
সবার চোখে কি
ঘুম পরীরা এসে
ঘুম দিয়ে যায়?

কখনও কখনও
কারো কাছে
নিদ্রাহীন রাতটুকু
বেদনা লুকানোর
চাদরও তো হয়।

যখন পৃথিবী ঘুমায়
ঘুমে মগ্ন থাকে সেও,
ফেরারি পাখির মতো
তখন নিদ্রাহীন আমি
রাতের বুকে
আঁধারের ভাজে ভাজে
আঁকি বেদনার জলছাপ!

নেই আর পোড়ানোর ভয়

অগ্নিগিরির কাছে
শিখেছি পুড়তে
পুড়েছি রোজ ছাই চাপা
শত অভিমানে,
তুমি আর কতটা
পোড়াবে আমায়,
তোমার দহন কতটা
পোড়াতে জানে!

আজ কালের ব্যবধান

আজকে যারে ভাবছি ভালো
কাল সে হয় মন্দ,
সরল মনে বুঝিনে হায়
মন্দ ভালো দ্বন্দ্ব।

যাদের আমি বাসছি ভালো
তারাই করছে ঘৃনা,
আজ চোখে রঙিন স্বপন
কালকে স্বপ্নহীনা।

আজকে যেজন অপরুপা
কাল ভয়ংকর সে,
আজকে যাহা হৃদয়গ্রাহী
কাল অসুন্দর যে!

আজ যাকে ভাবছি মহান
কাল দেখি সে বন্য,
আজ যিনি শ্রদ্ধাভাজন
কাল সে হয় ঘৃন্য!

আজ যারে ভাবছি আপন
কাল সে হয় পর,
আপন পরের এ খেলাটা
চলছে নিরন্তর।

অপ্রত্যাশিত ঝড়

তোমার এক চোখে মেঘ ছিলো
আরেক চোখে
ছিলো প্রলয় ঝড়!
বৃথাই আমি বৃষ্টির আশায়
জেগে ছিলেম
সারাটা রাতভর।

রুদ্র অয়ন। কবি।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ