বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
ভাবছিলাম অবকাশে কাছে এসে দাড়াবো
তেমনই চাঁদ থাকবে
ছাদের ওপর পাখিদের হল্লা হবে
কুড়িয়ে বাড়িয়ে নেব
সকাল আর বিকেলের সুঘ্রাণ
ফিরতি টান অনুভব করিনি
তাই বেঁচে আছি
না হলে আমার আগুন ছাই হত
এখনো দিব্যি আমি পুরুষ
পুকুরে স্নানে নামলে মনে হয়
আহ এই তো বেঁচে থাকা
পাখিদের ডাক শুনি
এখনো ক্রিকেট ডাক দেয়
লাল বলে এখনো আঁচড় লাগে
আমি জমিনে দেখি মাটি
আর আকাশে উড়ছে খোয়াবের আশ্চর্য
ঘুড়ি
ঘুম ঘুম লাগছে
ক্ষুধা জেগে আছে তলপেটে
ওখানে হাঙরের ক্ষুধা
নারী মাংস পেলে শান্ত হতে পারে
আর যদি না পারে তাহলে
এন্টিসাইকোটিক ড্রাগ দিও
আমার হাত খুলে দেখছিলাম খুচরো
পয়সার মতো বয়স চলে গেছে
পায়ে লেগেছে উদাসীন ঢেউ
চোখগুলো এখনো ঘুমকাতুরে
ঘুমের মধ্যেই মনে হয় চলে যাবো
একদিন।
আচঁল ভালো যদি তুলে নিলে
পুকুর থেকে ছড়িয়ে পড়ছে বিকেল
কবিতার শেষে নামগান গুলো
মাইকে ভেসে আসছে
রাতের শেষে নেমে আসবে কোন মধ্যযুগের রুপোলী ভোর…
বৌদ্ধ পতাকায় হাওয়া লেগেছে
ভ্রমণের প্রান্তে গান আর সারি সারি
রোদের উল্লাস
শূন্য উপত্যকায় শুধু মনখারাপের ঢেউ
আমার ভালোবাসা বেঁচেই আছে মরেনি
পুকুরের মধ্যে নেমে গেছে হাঁস
বালিকা তুলে এনেছে কল্মি শাক
আর আকাশের শেষে কে যেন লিখে
রেখেছে বজ্রপাত
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..