প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
অজানা, অচেনা
হঠাৎ ভালোলাগার কবিতা
অজানার মত দীর্ঘ হয়-
যেন কিশোরী রাতের বিস্ময়
লাজুক জোনাকি হয়ে উঠে;
স্নায়ুর নিস্তব্ধতা আর
অন্তর্জীবনের ঠোঁটে
অস্থিরতার ভেতরে বাইরে
নুয়ে পড়ে
উদ্বেগের অসহিষ্ণু শরীরে
এইসব বেঁচে থাকায়
শুশ্রূষাহীন বেদনায়
বিস্মিত আওড়ায় ক্রমাগত
ছা-পোষা জীবনের
অচেনা ক্ষত
বয়সী সময়
ভালোলাগার ঘন্টা বাজে-
তবু ভালোবাসার ছুটি হয় না
অপেক্ষায় রেখে যাওয়া রাজকন্যা
হয়ত ভুলেই গেছে
কেউ একজন
এখনও দাড়িয়ে আছে
বয়সী সময়ের কাছে।
অতীত বৃক্ষ
কেউ কেউ অতীত-বৃক্ষ হয়ে যায়-
সেখানে কৈশোরের রোদ জ্বলে
আকাঙ্ক্ষার অহেতুক বৃষ্টি ঝরে
আর স্মৃতির করতল থেকে
নিয়তির পাখিরা এলোমেলো উড়ে;
স্বপ্ন-যাপনের প্রহরে প্রহরে
ভালোলাগার ফিনিক্স
মায়ার মত ঘুরে
সে অতীত-বৃক্ষ জুড়ে
অভিজ্ঞান
নিজেকে ভেবে ভেবেই
জীবন কাটাচ্ছি
দেখছি
নদীরা ভিজে গেছে
বর্ষার কাছে
মাতাল স্রোতের মত দুলছে
আমাদের লোকায়ত জীবন
মৃগয়ার বন
ছেয়ে গ্যাছে
অনুপস্থিতির ক্যাকটাস
এক রাগী বেড়াল
খামচে দিচ্ছে
কবিতার শরীর বারোমাস
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..