প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
অভিমানী
–সবর্না চট্টোপাধ্যায়
১.
পেঁচিয়ে উঠছে শ্বাস
বুকে কাঁটা দেয়…
ছলছলে চোখ আশ্রয় খুঁজতে খুঁজতে
পেরিয়ে এসেছে দীর্ঘ শতাব্দী…
‘এক হওয়া হল না আর!’
২.
গোথিক আকারের বার্চের মুখে
ঝুঁকে পড়া চাঁদ…
চার্চের ভেতর কতকাল ঢোকেনি কেউ!
পাতা ঝরা… নিঃসঙ্গতা
হুঙ্কার দিচ্ছে সিংহের মতো!
৩.
আমার দেয়ালে ছিল ছায়া ছবি…গাঢ় নীল
একা দ্বারকাপতি…
চোখের মায়া টানে ডুবছে কত মাছ
গহন গিরিখাত….
অন্তরে আত্মায় জটিল সময়!
৪.
‘কতবছর মাস দিন! কোথায় ছিলে বলো’
কিভাবে কেটেছে তিক্ততা, অভিসার!
পেঁচিয়ে উঠেছে শ্বাস…
যতবার ভেবেছি…’এক দূরের জাহাজ
অস্তাচলের দিকে চোখ রেখে
বানিজ্যে গেছে’…
৫.
ফেরার সময় বুঝি…
হারানো জলের স্রোতে ছেঁড়া পথ।
জমেছে ফেনা! জমতে জমতে
শ্যাওলায় কালো হয়ে আসা…এক অবুঝ শিলালিপি…
মুখ বুজে বসে আছে জলের নীচে… তার
স্পর্শের অপেক্ষায়!
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..