প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
অনভ্যস্ত চুমুক জমকালো হয়। অমলতাসের পাতায় পাতায় ছেয়ে আসে তীব্র প্রেম। অস্ত যাওয়ার আগে ভয়ানক হয় সূর্য।
আর মাটি! শিকড়’কে কে বঞ্চিত করে পালক পালক মেঘ একজোট করে।
সবটা জেনেও বৃষ্টি’কে কেউ বিদ্রোহ বলে না।
এরপরই একটা জলজ্যান্ত আকাশ গিলে নেবে বলে সমুদ্র উর্দ্ধমুখী হয়। স্পর্ধার নাম হয় পাহাড়। জমানো ইতিহাসে গর্ভসঞ্চার হয়।
আর জন্ম! অভ্যস্ত হয় অন্ধে। আলোয় মাতে বহির্বিশ্ব।
অজানাগুলো আকাশ হয়।
হয়ত হয় না কিছুই। আসলে যা হয়। মনে হওয়া সবটাই। যেমন বিস্ফোরণ। ছিটিয়ে পড়া শব্দ। শক্তি। নৈশব্দ।
গোঙানিদের থিতু হয়ে যাওয়া।
এই মৃত্যুটা নিয়তি ছিল তবে! এত নিয়মিত! এত সংগঠিত! সাধারণ! হয়!
অদূরেই গঙ্গা। চেনা জল। অচেনা স্রোত। মুখোমুখি হলেই গুলিয়ে যাচ্ছে।
বিস্ফোরক গৌরবান্বিত হচ্ছে।
এখনই সঙ্গমে বিষ চাইছি। বারুদের গন্ধমেশা হাওয়া টেনে অসুস্থ হয়েছে অমলতাস। আমাদের সন্তান শুশ্রূষা হোক তার।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..