অর্পিতা রায়চৌধুরী (১৯৯৫-২০১৮)

অংশুমালী
সংবাদ
Bengali
অর্পিতা রায়চৌধুরী (১৯৯৫-২০১৮)

গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি অর্পিতা রায়চৌধুরী ইহজগতে নেই, চলে গেছেন আমাদের ছেড়ে।

অর্পিতা রায়চৌধুরী কেবল সুলেখক, ব্লগার নন; বহুমান্য পণ্ডিত, বুদ্ধিযোগীও। নানা বিষয়ে জ্ঞানচর্চাই ছিল তাঁর আরাধ্য। পঠনপাঠনে একাগ্র।

অর্পিতা রায়চৌধুরী আন্তর্জাতিক PEN জার্মান শাখার Writers-in-Exile বা নির্বাসিত লেখক হিসেবে ২৩ ডিসেম্বর ২০১৭ সালে বার্লিনে আসেন, বাংলাদেশ থেকে। তিনি ছিলেন PEN-এর স্কলার।

অর্পিতা রায়চৌধুরী বিশ্বব্যাপী বাংলা ভাষাসহ বহুভাষিক মাসিক সাহিত্যপত্র (অন্তর্জালে) ‘অংশুমালী‘র অন্যতম পরিকল্পক। তাঁর অনুপ্রেরণা ও কঠোর পরিশ্রমে বিশ্বের বাঙালি পাঠকমহলে অংশুমালী বহুল প্রচারিত, নন্দিত। তিনি ছিলেন অংশুমালীর ইউরোপিয় অধ্যায়ের অন্যতম সম্পাদক।

অর্পিতা রায়চৌধুরীর আকস্মিক মৃত্যুতে অংশুমালী শোকাহত। অংশুমালীর পক্ষ থেকে বিনীত শ্রদ্ধাঞ্জলি।

 

Photo courtesy: PEN Zentrum Deustchland

অংশুমালী সম্পাদনা পর্ষদ।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ফ্রিউইন্স-এর প্রথম চিত্রপ্রদর্শনী

ফ্রিউইন্স-এর প্রথম চিত্রপ্রদর্শনী

সম্প্রতি ফ্রিউইন্স আয়োজিত কুড়ি জন বিশিষ্ট চিত্রশিল্পীর প্রায় অর্ধশত ছবির প্রদর্শনীর আয়োজন করেছিল গড়িয়ার মহামায়াতলার…..