বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
যেসব বর্ণেরা নাম লেখায় নি
গোচরে
আরশি’টা চুর্ণবিচুর্ণ
এসো একবার মুখোমুখি বসি
হে ঈশ্বর
তুমি দিতে পারো কি?
হাসালে
গড়লে তুমি
মরলে মানুষ
ধাঁধা গুলাল
রঙীন হচ্ছ
আতর, ধূপ,চন্দন
প্রাপ্য বৈকি
গভীর হচ্ছো প্রয়োগভুল নিরিখ
কাটাকুটি’র পালা এবার
যা দেখছো তা সত্য বইকি
যা দেখছো না
তাও সত্য
শুধু মাঝেরটুকু দিলাম
বিবেচনায় নয়
পরখে
আকাশচুম্বী গাছটার শিকড় যতটা গভীরে
দীঘিজল’ও ততটাই মেপেছে
তবু এবাড়ির মেঝেতে পাত্র রাখি’না বহুকাল হলো
স্পৃহা, লিপ্সার’ই অভিমুখ
হেঁটে দেখেছি
বেদন সুখের নাভিমুলে
সিঞ্চিত কস্তূরী রাখা আছে
শাবক’টি বাঁধা আছে
জঠরে বাড়ছে ঘ্রাণ
ভালোবাসা হেরে গেলে
পূর্ণতা পায় মান
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..