অলিখন

তুলি রায়
কবিতা
Bengali
অলিখন

অলিখন

যেসব বর্ণেরা নাম লেখায় নি
গোচরে
আরশি’টা চুর্ণবিচুর্ণ
এসো একবার মুখোমুখি বসি
হে ঈশ্বর
তুমি দিতে পারো কি?
হাসালে
গড়লে তুমি
মরলে মানুষ
ধাঁধা গুলাল
রঙীন হচ্ছ
আতর, ধূপ,চন্দন
প্রাপ্য বৈকি
গভীর হচ্ছো প্রয়োগভুল নিরিখ
কাটাকুটি’র পালা এবার

 

একক

যা দেখছো তা সত্য বইকি
যা দেখছো না
তাও সত্য
শুধু মাঝেরটুকু দিলাম
বিবেচনায় নয়
পরখে
আকাশচুম্বী গাছটার শিকড় যতটা গভীরে
দীঘিজল’ও ততটাই মেপেছে
তবু এবাড়ির মেঝেতে পাত্র রাখি’না বহুকাল হলো

 

কস্তূরী

স্পৃহা, লিপ্সার’ই অভিমুখ
হেঁটে দেখেছি
বেদন সুখের নাভিমুলে
সিঞ্চিত কস্তূরী রাখা আছে
শাবক’টি বাঁধা আছে
জঠরে বাড়ছে ঘ্রাণ
ভালোবাসা হেরে গেলে
পূর্ণতা পায় মান

তুলি রায়। কবি। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..