দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
যেসব বর্ণেরা নাম লেখায় নি
গোচরে
আরশি’টা চুর্ণবিচুর্ণ
এসো একবার মুখোমুখি বসি
হে ঈশ্বর
তুমি দিতে পারো কি?
হাসালে
গড়লে তুমি
মরলে মানুষ
ধাঁধা গুলাল
রঙীন হচ্ছ
আতর, ধূপ,চন্দন
প্রাপ্য বৈকি
গভীর হচ্ছো প্রয়োগভুল নিরিখ
কাটাকুটি’র পালা এবার
যা দেখছো তা সত্য বইকি
যা দেখছো না
তাও সত্য
শুধু মাঝেরটুকু দিলাম
বিবেচনায় নয়
পরখে
আকাশচুম্বী গাছটার শিকড় যতটা গভীরে
দীঘিজল’ও ততটাই মেপেছে
তবু এবাড়ির মেঝেতে পাত্র রাখি’না বহুকাল হলো
স্পৃহা, লিপ্সার’ই অভিমুখ
হেঁটে দেখেছি
বেদন সুখের নাভিমুলে
সিঞ্চিত কস্তূরী রাখা আছে
শাবক’টি বাঁধা আছে
জঠরে বাড়ছে ঘ্রাণ
ভালোবাসা হেরে গেলে
পূর্ণতা পায় মান
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..