প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
অশ্লীল
কিছুটা সন্দেহ থাকা ভালো, কিছুটা সংঘাত তাও
সংঘাতে ভিজে ওঠো, বলো আমাকে নাও…
২
চলো শ্লীলতার সংজ্ঞা বদলে দিই আজ রাতে
কিছুটা সন্দেহ থাক, নিরসন হোক তা সংঘাতে
৩
নিরাবরণ হলে তুমি ভেনাস, তবুও সন্দেহ থাকে
সংঘাতে দূর হয় সংশয়, শরীরে হৃদয় মাখে
অস্পষ্টতা
পেঁয়াজের খোসার মতন খুলে যেতে যেতে
তোমাকে চিনে নিই এবং কান্নার জল
সামান্য পেঁয়াজ
যা ঝরাতে পারে অবিরল।
২
আমাকে খুলতে চাও, বইয়ের মোড়ক যেমন
দুর্বোধ্য ভাষায় লেখা জটিল কবিতা এক;
পড়তে গিয়ে অনেকে ভুলেছে নিজ ভাষা
হৃদয়ের অনুলেখ।
৩
কতটা প্রকাশ্য হলে দৃশ্যমান হবে
কীভাবে বুঝবে দৃশ্যতা কিংবা তার মায়া
তুমি কি নিরাবরণ হবে স্পষ্ট
যতটা প্রয়োজন ততটাই বেহায়া।
মিমি একটা ফাঁদ
বৃষ্টি হলেই আকাশ হয়ে যায় মিমি
বিষাদের সবটা মেঘ;
মিমির শরীর জুড়ে জলের স্বভাব
প্রজাপতির উদ্বেগ।
রোদ হলেই বিকেল হয়ে যায় মিমি
টেবিলের নিবিষ্ট কাপে চা;
সন্ধ্যা নিমেষে গিলে নেয় গোধূলি
প্রতীক্ষা এক ধোঁয়া উড়ে যা।
রাত হলেই জোছনা হয়ে যায় মিমি
সমুদ্র ডুবেছে নীল চাঁদে;
করুণ প্রেমিক দিকভ্রান্ত অন্ধ পোকা
পড়েছে আলোর ফাঁদে।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..