অস্পষ্টতা 

কাকন রেজা
কবিতা
Bengali
অস্পষ্টতা 

অশ্লীল

কিছুটা সন্দেহ থাকা ভালো, কিছুটা সংঘাত তাও
সংঘাতে ভিজে ওঠো, বলো আমাকে নাও…

চলো শ্লীলতার সংজ্ঞা বদলে দিই আজ রাতে
কিছুটা সন্দেহ থাক, নিরসন হোক তা সংঘাতে

নিরাবরণ হলে তুমি ভেনাস, তবুও সন্দেহ থাকে
সংঘাতে দূর হয় সংশয়, শরীরে হৃদয় মাখে

 

অস্পষ্টতা 

পেঁয়াজের খোসার মতন খুলে যেতে যেতে
তোমাকে চিনে নিই এবং কান্নার জল
সামান্য পেঁয়াজ
যা ঝরাতে পারে অবিরল।

আমাকে খুলতে চাও, বইয়ের মোড়ক যেমন
দুর্বোধ্য ভাষায় লেখা জটিল কবিতা এক;
পড়তে গিয়ে অনেকে ভুলেছে নিজ ভাষা
হৃদয়ের অনুলেখ।

কতটা প্রকাশ্য হলে দৃশ্যমান হবে
কীভাবে বুঝবে দৃশ্যতা কিংবা তার মায়া
তুমি কি নিরাবরণ হবে স্পষ্ট
যতটা প্রয়োজন ততটাই বেহায়া।

 

মিমি একটা ফাঁদ 

বৃষ্টি হলেই আকাশ হয়ে যায় মিমি
বিষাদের সবটা মেঘ;
মিমির শরীর জুড়ে জলের স্বভাব
প্রজাপতির উদ্বেগ।

রোদ হলেই বিকেল হয়ে যায় মিমি
টেবিলের নিবিষ্ট কাপে চা;
সন্ধ্যা নিমেষে গিলে নেয় গোধূলি
প্রতীক্ষা এক ধোঁয়া উড়ে যা।

রাত হলেই জোছনা হয়ে যায় মিমি
সমুদ্র ডুবেছে নীল চাঁদে;
করুণ প্রেমিক দিকভ্রান্ত অন্ধ পোকা
পড়েছে আলোর ফাঁদে।

কাকন রেজা। লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ, বাংলাদেশে, ঢাকার উত্তর শাহজাহানপুরে। তারুণ্যের দিনগুলো পাড়ি দিয়েছেন লেখকের নিজ জেলাশহর শেরপুরে। তাঁর বাবা মরহুম আব্দুর রেজ্জাক ছিলেন, একাধারে লেখক, সাংবাদিক ও রাজনীতিক। মা জাহানারা রেজ্জাক এক সময়ে ছিলেন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ফ্রেম

ফ্রেম

দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..

সীমানার শর্ত

বিজ‌য়ের সব মুহূ‌র্তেই… তার অ‌ধিকার! কেন্দ্র হোক আর কেন্দ্রা‌তিগ ব‌লের আসন; কেউকেউ বোরকায় রমনীয় স‌ঙ্গানুসঙ্গের;…..