দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
অশ্লীল
কিছুটা সন্দেহ থাকা ভালো, কিছুটা সংঘাত তাও
সংঘাতে ভিজে ওঠো, বলো আমাকে নাও…
২
চলো শ্লীলতার সংজ্ঞা বদলে দিই আজ রাতে
কিছুটা সন্দেহ থাক, নিরসন হোক তা সংঘাতে
৩
নিরাবরণ হলে তুমি ভেনাস, তবুও সন্দেহ থাকে
সংঘাতে দূর হয় সংশয়, শরীরে হৃদয় মাখে
অস্পষ্টতা
পেঁয়াজের খোসার মতন খুলে যেতে যেতে
তোমাকে চিনে নিই এবং কান্নার জল
সামান্য পেঁয়াজ
যা ঝরাতে পারে অবিরল।
২
আমাকে খুলতে চাও, বইয়ের মোড়ক যেমন
দুর্বোধ্য ভাষায় লেখা জটিল কবিতা এক;
পড়তে গিয়ে অনেকে ভুলেছে নিজ ভাষা
হৃদয়ের অনুলেখ।
৩
কতটা প্রকাশ্য হলে দৃশ্যমান হবে
কীভাবে বুঝবে দৃশ্যতা কিংবা তার মায়া
তুমি কি নিরাবরণ হবে স্পষ্ট
যতটা প্রয়োজন ততটাই বেহায়া।
মিমি একটা ফাঁদ
বৃষ্টি হলেই আকাশ হয়ে যায় মিমি
বিষাদের সবটা মেঘ;
মিমির শরীর জুড়ে জলের স্বভাব
প্রজাপতির উদ্বেগ।
রোদ হলেই বিকেল হয়ে যায় মিমি
টেবিলের নিবিষ্ট কাপে চা;
সন্ধ্যা নিমেষে গিলে নেয় গোধূলি
প্রতীক্ষা এক ধোঁয়া উড়ে যা।
রাত হলেই জোছনা হয়ে যায় মিমি
সমুদ্র ডুবেছে নীল চাঁদে;
করুণ প্রেমিক দিকভ্রান্ত অন্ধ পোকা
পড়েছে আলোর ফাঁদে।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..