অহমিকা

সাজিয়া আফরিন
কবিতা
Bengali
অহমিকা

অহমিকা

আত্মগরিমায় আজ অন্ধ হয়ে আছো,
বিবেকের দংশনে মননে নেই বিশ্বাস।
কর্মে ব্যস্ততা সময়ের আবর্তে অবমূল্যায়ন
ভালোবাসার ডালিতে জমা অজস্র ঘৃণা।
মনুষত্বের কষাঘাতে সদা ঘুমন্ত হৃদয়,
রঙিন স্বপ্নে প্রজাপতি উড়ে না ডানা মেলে
নেশায় বিভোর এলোমেলো কথায় ভাবনা।
একমুঠো সুখ প্রত্যাশায়, অফুরন্ত হাহাকার
অর্থে মত্ত ভোগ বিলাসিতা কাগজের টুকরোর মতো হাওয়ায় উড়ে সময়ে।
মোমের পুতুল খেলায় আজ বড্ড ব্যস্ত,
অচেতন চাহনি ঝড়ের বেগে তুলে কম্পন।
ভালোবাসা যেন মাঝিবিহীন ভাঙা নৌকা,
শুধু অপেক্ষার প্রহর অবসানে মাপকাঠি।

প্রেম ডাকে আমায়

নিরাশার বালুচরে একমুঠো রোদ্দুর
ভেজা শ্রাবণ সন্ধ্যায় আঁধার নামে।
খেক শিয়ালের হুক্কা হুয়া ডাক,
অজানায় পথচলা অবেলার পথিক
নীরব কান্না চোখে বুকের হাহাকার।
মৃত্যু যন্ত্রণার আগুন দৃষ্টিতে নির্বাক,
অগত্যা প্রশ্নবিদ্ধ মন অবান্তর উত্তর
প্রেমের নেশার পেয়ালা ঠোঁটের কোণে
এক চুমুকে স্বপ্নেরা অজান্তে বিভোর।
ভালোবাসা বিবর্ণ ইশারায় কথা কয়
প্রিয় সুরে বাজায় বাঁশি বসন্ত বেলায়,
জোছনা আলো ছড়ায় হৃদয়ে হৃদয়ে,
রঙিন খামে প্রেমের চিঠি তোমার নামে।
উড়িয়ে দিলাম দূরের পানে এক ফালি সুখ ভরে,
বুঝে নিও মনের ভাষা, অনাদরে প্রিয়
অপেক্ষায় আছি তোমার আশায় পথপানে।

সাজিয়া আফরিন। কবি। জন্ম বাংলাদেশের গাজীপুর জেলায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..