প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ধরো, তুমি যাকে মন উজাড় ভালোবাসো,
যাকে অন্তরে বাসা বাঁধতে দিয়েছো,
সে যদি তোমায় কখনো ব্যথার নদীতে ভাসিয়ে দেয়
তবুও কি তোমার ভালোবাসা একটুকুও কমে যাবে ?
জানি কোনো অবস্থাতেই
ভালোবাসা হাত ছেড়ে দেয় না।
জানি কোনো অবস্থাতেই
ভালোবাসা নিজেকে ছোট হতে দেয় না।
ধরো, একদিন হঠাৎ সকালে ঘুম থেকে
চোখ খুলে দেখলে—
তুমি আর তোমার ভালোবাসা
মাঝবরাবর এক বিশাল প্রাচীর
তুমি কি প্রাচীর ভাঙার চেষ্টা করবে না?
তুমি কি পারবে ভালোবাসাকে এমনি ভুলে যেতে?
ভালোবাসা কখনো ভুলে যেতে শেখায় না
ভালোবাসা কখনো দূরে সরে যেতে শেখায় না।
হিসেব করে কেউ কোনোদিন ভালোবাসতে পারে নি পারবেও না;
ভালোবাসা আসলে এলোমেলো, অগোছালো।
এই এলোমেলো, অগোছালো ভালোবাসাকে
নিজের মতো গুছিয়ে নিতে হয়।।
এই যে শুনতে পারছো আমার কণ্ঠস্বর
তোমার কণ্ঠস্বরে প্রতিধ্বনিত হতে চাইছে।
এই যে দেখতে পারছো ঘন কালো দুটি চোখ
তোমার প্রতীক্ষার আগুনে উজ্জ্বল হতে চাইছে।
এই যে স্পর্শ করে শরীর জোড়া ছায়া
শূন্য মাঝে তোমার ছায়ায় বিলীন হতে চাইছে।
এই যে সুবিশাল কৃষ্ণচূড়া গাছটা
সারাবছর তোমার জন্য লালে লাল হতে চাইছে।
এই যে টলমলিয়ে চলা আমার বৈতরণী
তোমার ঘাটে শেষ ঠিকানা হতে চাইছে।
এই যে দেখছো শেষ না হওয়া পলকহীন পথ
তোমাকে একবার দেখবে বলে পথিক হতে চাইছে।
এই যে তোমার জন্য এত আকুলতা, ব্যাকুলতা
মন, শেষ শ্বাস পর্যন্ত বাঁচিয়ে রাখতে চাইছে।।
আমাদের সমস্যা, আমরা প্রশ্ন করতে শিখিনি
একটু ঘুরিয়ে বলা ভালো—-
আমাদের প্রশ্ন করতে শেখানো হয় না।
ছেলেবেলা থেকে শুধু শোনো ,
কোনো প্রশ্ন কোরো না।
প্রশ্ন করা –ব্যক্তি স্বাধীনতার প্রথম সোপান।
অথচ সেই সোপানের দিকে কোনো নজর নেই।
তাই যা হওয়ার তাই হয়;
আমরা প্রশ্নবাণে জর্জরিত করি না কুসংস্কারকে,
অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে
প্রশ্ন করার সাহস জোগাড় করতে পারি না।
প্রশ্ন করা যেখানে অবহেলিত,
অবহেলার বিরুদ্ধে প্রশ্ন তোলা যায় কি?
সবার আগে
প্রশ্ন করার তাগিদ তৈরি করতে হয়।
মাথার মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা
অস্পষ্টতার পাহাড় ভেঙে এক নতুন
সমতলে হাটতে শুরু করতে হয়।।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..