ভালো আছো, ভুলে আছো
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
কৈশোরের এক রাজকন্যা
অভিভূত পৃথিবীতে
এখনও অনন্যা
অবাক জানায়
অনুভবে আছি
স্মৃতির মৌমাছি
আমাদের মায়াবী জীবন
যাবতীয় কাহিনী
আশ্চর্য জেগে রয়
স্বপ্ন-ঘ্রানের সেই
আশ্চর্য দিন, আপ্লুত রজনী
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..
হৃদয়ের গহীনে তুমি ভয়ানক এক শূন্যতা নিয়ে তোমার দ্বারে কড়া নেড়েছিলেম। কিন্তু তুমি বিস্ময়ে ফিরিয়ে…..