আপ্লুত রজনী

রোমান জাহান
কবিতা
আপ্লুত রজনী

কৈশোরের এক রাজকন্যা
অভিভূত পৃথিবীতে
এখনও অনন্যা
অবাক জানায়
অনুভবে আছি
স্মৃতির মৌমাছি
আমাদের মায়াবী জীবন
যাবতীয় কাহিনী
আশ্চর্য জেগে রয়
স্বপ্ন-ঘ্রানের সেই
আশ্চর্য দিন, আপ্লুত রজনী

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..