আবছা ব্রেকফেল

স্বপন রায়
ধারামুক্ত কবিতা
Bengali
আবছা ব্রেকফেল

আবছা ব্রেকফেল 

ফিসফিসিয়ে বলতাম নিঝুম, ভাবতাম বাদামি
দরজা ছিল, এখনো আছে
নক করার শব্দে শিয়র থেকে পা শিয়রাপ্পা শিয়রাপ্পা
এই গানে কফিও ফিল্টার্ড
সন্ধ্যা
কবেকার কাঁকন শব্দে হারিয়ে যায়

পড়ে যায় আলগা তহেলকা সূর্যও
শব্দ নেই
কোনও হাড় নেই সূর্যের

ভাবতাম বাদামি, বলতাম নিঝুম, সন্ধ্যা খারাপ হলে…

১৬.

ব্রিজ আমাদের বালানন্দিত, আমি ফুঁকে দেখেছি, আড়ে সে তাকায়, আর যারা
দেশের জন্য নিবেদিত
পতাকা তোলে

রাতের কি আর হবে, কয়েকটা চাদর, বালিশ, নহি নহি অভি নহি
কোচ বদল ক’রে আরেকটা চাঁদে
আমি যাই, ব্রিজের গোপন আলোচনা পড়ে থাকে
পরে থাকে জোছনা টোছনা

গল্পে বাঘ আসে, শোঁকে, নখ ব্যবহার করে, আমরা ছিটকে বেরোতে চাই
পারিনা

১৭.

ব্রিজ পেরিয়ে চলে আসি

#

কাঠগোলা, পাশেই নদীলেখা রাস্তা, রোজ রোজ যেখানে ধুলো ওড়ে

#

রাইফেল, ওর নাম
আমাদের কয়েকটা নাম উড়ে গেল, যেদিকে পলাশবাঁকা রাস্তা
ও বলল
আমরা শুনলাম, মাঝখানে সরু বিবাগীমত নদি
বেঁচে আছে
ওর দুঃখ
আর আমাদের ব্রিজপেরনো আনন্দ গনতন্ত্রে যেমন হওয়ার কথা, হলনা

#

চোখ আর জল, হলনা
সামান্য জল পড়লে হয়ত রাইফেল জিগগেস করতো না, বন্দুক হ্যায় আপকে পাস, আউর গোলি

স্বপন রায়। কবি। জন্ম ১৯৫৬। ভারতের দুটো ইস্পাতনগরী জামশেদপুর এবং রাউরকেলা স্বপন রায়ের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। প্রথমটি জন্মসূত্রে। দ্বিতীয়টি বড় হয়ে ওঠার সূত্রে। নব্বই দশকের শুরুতে 'নতুন কবিতা'র ভাবনায় সক্রিয় হয়ে ওঠেন। পুরনো, প্রতিষ্ঠিত ধারাকবিতা ত্যাগ করে কবিতাকে নানাভাবে...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ