শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
আবার গড়ব
কত ভাঙবে কত দেখাবে
বীভৎস উল্লাস
বর্বরতার অন্ধকারে
কত সরাবে লাস?
আমার ঘৃণা ছোঁয়না তোমার
রক্তমাখা হাত
আমার চোখের গনগনে আঁচ
পোড়ায় জাতপাত।
বুক ভেঙেছে প্রতি শিশুর
কষ্টে প্রতি মা
মাটি পেলেই আবার গড়ব
প্রাণের প্রতিমা।
খরস্রোতের টানে
জানিনা কে কে জানে
কোন সে পুজোর কোন ফুলটি
অনাদরেই বড় হচ্ছে
কোথায় কোনখানে!
জানিনা কার প্রাণে
কতটা ব্যথা লাগলে পরে
একটু হাসি বিক্রি হবে
রেশনের দোকানে।
শুনছি যা যা কানে
সত্যি মিথ্যা কে তার দেখে
কে আর কবে দোষ খুঁজেছে
জর্দা দেওয়া পানে!
কিসের সন্নিধানে
জীবন যাপন সহজ হবে
কার ফুঁয়ে যে বাজবে বাঁশি
কেমন অনুষ্ঠানে!
জানিনা এর মানে
জমছে বিত্ত জমছে সুখ
অথচ সবই ভেসে যাচ্ছে
খরস্রোতের টানে।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..