নদী যেখানে
মরে যাওয়ার আগে স্বপ্ন দেখছি ঘুমের আগে ভাবি কোথাও অদেখা থেকে গেছে পিপাসার্ত নদী আর…..
আবার গড়ব
কত ভাঙবে কত দেখাবে
বীভৎস উল্লাস
বর্বরতার অন্ধকারে
কত সরাবে লাস?
আমার ঘৃণা ছোঁয়না তোমার
রক্তমাখা হাত
আমার চোখের গনগনে আঁচ
পোড়ায় জাতপাত।
বুক ভেঙেছে প্রতি শিশুর
কষ্টে প্রতি মা
মাটি পেলেই আবার গড়ব
প্রাণের প্রতিমা।
খরস্রোতের টানে
জানিনা কে কে জানে
কোন সে পুজোর কোন ফুলটি
অনাদরেই বড় হচ্ছে
কোথায় কোনখানে!
জানিনা কার প্রাণে
কতটা ব্যথা লাগলে পরে
একটু হাসি বিক্রি হবে
রেশনের দোকানে।
শুনছি যা যা কানে
সত্যি মিথ্যা কে তার দেখে
কে আর কবে দোষ খুঁজেছে
জর্দা দেওয়া পানে!
কিসের সন্নিধানে
জীবন যাপন সহজ হবে
কার ফুঁয়ে যে বাজবে বাঁশি
কেমন অনুষ্ঠানে!
জানিনা এর মানে
জমছে বিত্ত জমছে সুখ
অথচ সবই ভেসে যাচ্ছে
খরস্রোতের টানে।
মরে যাওয়ার আগে স্বপ্ন দেখছি ঘুমের আগে ভাবি কোথাও অদেখা থেকে গেছে পিপাসার্ত নদী আর…..
ঝড়ের মুখে আমরা সবাই দাঁড়িয়ে! ঝড় এসেছে, ঝড় আসছে- ঝড়! ফেস্টুনটাকে ভাগাতে ভাগেতে তেড়ে আসছে…..
মাধুকরী জানলা দিয়ে ভিক্ষুকের মতো চাঁদ উঁকি দেয় রমণীর শরীরী হরফে। রাত্রির নগ্ন পেয়ালায় মহুয়া…..
উনি আমাদের গেরামকেএলেন, আমাদের দাওয়ায় বসলেন, আমার ঘরে দাওয়াত খেলেন। যাবার আগে, আমার ল্যাংটা, নাকে…..