প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
আবার গড়ব
কত ভাঙবে কত দেখাবে
বীভৎস উল্লাস
বর্বরতার অন্ধকারে
কত সরাবে লাস?
আমার ঘৃণা ছোঁয়না তোমার
রক্তমাখা হাত
আমার চোখের গনগনে আঁচ
পোড়ায় জাতপাত।
বুক ভেঙেছে প্রতি শিশুর
কষ্টে প্রতি মা
মাটি পেলেই আবার গড়ব
প্রাণের প্রতিমা।
খরস্রোতের টানে
জানিনা কে কে জানে
কোন সে পুজোর কোন ফুলটি
অনাদরেই বড় হচ্ছে
কোথায় কোনখানে!
জানিনা কার প্রাণে
কতটা ব্যথা লাগলে পরে
একটু হাসি বিক্রি হবে
রেশনের দোকানে।
শুনছি যা যা কানে
সত্যি মিথ্যা কে তার দেখে
কে আর কবে দোষ খুঁজেছে
জর্দা দেওয়া পানে!
কিসের সন্নিধানে
জীবন যাপন সহজ হবে
কার ফুঁয়ে যে বাজবে বাঁশি
কেমন অনুষ্ঠানে!
জানিনা এর মানে
জমছে বিত্ত জমছে সুখ
অথচ সবই ভেসে যাচ্ছে
খরস্রোতের টানে।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..