আবার গড়ব

তারাশংকর বন্দ্যোপাধ্যায়
কবিতা
Bengali
আবার গড়ব

আবার গড়ব

কত ভাঙবে কত দেখাবে

বীভৎস উল্লাস

বর্বরতার অন্ধকারে

কত সরাবে লাস?

 

আমার ঘৃণা ছোঁয়না তোমার

রক্তমাখা হাত

আমার চোখের গনগনে আঁচ

পোড়ায় জাতপাত।

 

বুক ভেঙেছে প্রতি শিশুর

কষ্টে প্রতি মা

মাটি পেলেই আবার গড়ব

প্রাণের প্রতিমা।

 

খরস্রোতের টানে

জানিনা কে কে জানে

কোন সে পুজোর কোন ফুলটি

অনাদরেই বড় হচ্ছে

কোথায় কোনখানে!

 

জানিনা কার প্রাণে

কতটা ব্যথা লাগলে পরে

একটু হাসি বিক্রি হবে

রেশনের দোকানে।

 

শুনছি যা যা কানে

সত্যি মিথ্যা কে তার দেখে

কে আর কবে দোষ খুঁজেছে

জর্দা দেওয়া পানে!

 

কিসের সন্নিধানে

জীবন যাপন সহজ হবে

কার ফুঁয়ে যে বাজবে বাঁশি

কেমন অনুষ্ঠানে!

 

জানিনা এর মানে

জমছে বিত্ত জমছে সুখ

অথচ সবই ভেসে যাচ্ছে

খরস্রোতের টানে।

 

তারাশংকর বন্দ্যোপাধ্যায়। কবি ও গদ্যকার। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের বাঁকুড়া জেলায়। এবং কর্মসূত্রে কলকাতায় বসবাস। বর্তমানে অবসরপ্রাপ্ত। লেখালেখি শুরু সত্তরের দশক থেকে। প্রকাশিত বই: ‘মার্কিন মুলুকে, মফস্বলে’(২০২০)। যৌথভাবে প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘রক্তাক্ত চন্দনের বনে’(১৯৭৭) এবং ‘সপ্তর্ষির আলো’(২০১৫)।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..