আবেগ

সাজিয়া আফরিন
কবিতা
Bengali
আবেগ

স্মৃতির পাতায় আঁকা ছবি

সময়ের স্রোতে ভাসে জীবনের পাতা
নীলিমায় রঙ মেখে পাঠিয়েছি চিঠি
সবুজে অরুণাভ ঠিকানা তাঁর নিরবধি
স্মৃতিগুলো আবছা রঙে অমলিন বেশে
ধুলির স্তুপে মিশে যায় সময়ের সাথে
শব্দেরা ছন্দ খুঁজে অতীতের চেনা মুখে
কালের বিবর্তনে তুলির আঁচড়ে একটুকরো ছবি
বয়সের ফ্রেমে প্রাণহীন কাঠের মূর্তি হয়ে
হারানো প্রেমের ছোঁয়ায় রঙিন স্বপ্নে
হাওয়ায় উড়ে রঙিন ঘামে অজানার দেশে
ঠিকানা তাঁর অন্তহীন নিরন্তর ছুটে চলা
কষ্টে সুখের স্মৃতি হারায় আলোর দিশে
চেনা পথে হেঁটে খুঁজি ঠিকানা তোমার
স্মৃতির জানালায় দোলা দেয় স্বপ্ন আশা
নিমেষে চনমনে বুকের মধ্যে বেদনার সুর
আজ সবই স্মৃতি তোমার কাছে।

আবেগ

আবেগের স্রোতে ভাসিয়ে গা চলি খেয়ালিপনায়
দিগন্তে সারি সারি অবারিত সবুজে অরণ্য
মনের গহীনে তোমার বসবাস অবাধে পদধ্বনি
সুখের অন্তরালে দুখের চির বসতি
আবেগের ভাবনায় নিমগ্ন এমন
মৃদু তাপের উষ্ণতায় এসো আমায় রাঙাতে
চৈত্রের খরতায় হিমেল হাওয়ায় উড়ে মেঘের ভেলায় চড়ে জানিয়ে দিও
তোমার আগমনের কথা আমার দুয়ারে
নদীর ঢেউয়ের স্রোতে যৌবনের দ্বার খুলে দিলাম তোমার চরণে।
একটু নিরালায় ভেবে অবেলার পথে
কৃষ্ণচূড়া শিমুলের রাঙা প্রভাতে
শিউলির চাদরে নরম বিছানায় খুঁজে পাই ঠিকানা
উদাসী হাওয়ায় ক্ষণিকের বিরতি জানায় তোমার স্পর্শে জীবনে শান্তির নিঃশ্বাস।
আজও অপেক্ষার প্রহরে ভালোবাসার মাপকাঠির হিসাব।

সাজিয়া আফরিন। কবি। জন্ম বাংলাদেশের গাজীপুর জেলায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..