প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
বঙ্গবন্ধু তোমায় পাঠালাম আমার এই ক’টি ফুল,
এর মধ্যে গোলাপ রাখতে আজও করিনি ভুল।
পলাশ শিমূল অশোক রয়েছে দেখে নিয়ো একবার,
শালুক রয়েছে তোমার জন্য জানো সে দেখবার।
গোটা কয়েক রজনিগন্ধা তোমার হাতেতে দিলাম,
তুমি ইতিহাস আজও চলমান কথাটি লিখে নিলাম।
কিছু বুনোফুল তোমাকে দিলাম ফুটপাতে বাড়ে যারা,
তুমি কি তাদের দেখো নি কখনও সবই কি গন্ধহারা।
সূর্যের সাথে ডগমগো তারা বৃষ্টির জলে হাসে,
জানো তো ওরা তোমাকেই চেনে স্বাধীনতা ভালোবাসে।
কতদিন গেছে দেখো নি ওদের এবার কাছেতে ডাকো।
ওদের বলো ওগো চারাগাছ স্বপ্নের ছবি আঁকো।
তোমার জন্য আজও ওরা বাঁচে স্বাধীনতা পায় রোজ,
বঙ্গবন্ধু সময় হয়েছে সে ফুলের নিয়ো খোঁজ।
আমাদের সাথে খেলা কোরো না তো
আমরা যে ভাল নই
আমরা জানো তো খেলাধুলা ছেড়ে কেবলই পড়ছি বই।
আমাদের শখ কবি কেউ হব
কত কি যে রোজ ভাবি
তবুও দেখো না দরজা খোলার
খুঁজে তো পাই না চাবি।
আমাদের সাথে তোমরা খেলো না
আমাদের সাথে ডানাটি মেলো না
তোমাদের মতো নই গো আমরা
বাঁচি না বাঁচার মতো
শুধু ভাবি জানো বিপ্লবটা যদি এক্ষুণি হতো
কি যে ভাল হতো বলব কি আর বিভেদটা হতো শেষ
মানুষরা পেত মানুষের মতো জীবিতর পরিবেশ।
ধর্মরা সব নিয়ে নিত ছুটি
গরিব মানুষ পেত রোজ রুটি
কবে যে এমন স্বাধীনতা পাব ভেবে ভেবে রোজ মরি
আমরা এখন নিজেদের শুধু আমাদের মতো গড়ি।
ফাগুন যখন লাগবে বনে আমায় তখন রুখবে কে
বলতে পারবে তখন তুমি আমার ঘরে ঢুকবে কে।
ঢুকব আমি তোমার ঘরে তুমিও দেখবে আমার ঘর
দুজনেতে মিলিয়ে গলা বাঁচব না হয় পরস্পর।
নদীর সাথে বলব কথা আকাশকুসুম গুনব না
বলে দিচ্ছি তখন কিন্তু তোমার কথা শুনব না।
আমায় তুমি মনটা দেবে যেই ফাগুনের দোর পাব
দেখবে আমি সাতসকালেই তোমার কাছে ঠিক যাব।
পারবে না গো মনটা দিতে আমার মতন বিচ্চুকে
দেখবে তখন নই আলাদা আমরা দুজন কিচ্ছুতে।
আমরা তখন গান গাইব মানুষ যদি মুক্তি চায়
কি আনন্দ ধরবে প্রাণে কেউ যদি গো বন্ধু পায়।
বন্ধু হব তোমার আমি আমার তুমি বন্ধু হও
আর বোলো না কে তুমি গো বলব না আর কেউ তো নও।
চল চলে যাই শিমূলের বনে প্রেমের তরণি বেয়ে
পুরুষ তুমি পারবে না কেন পারে যদি এক মেয়ে?
দুজনের সাথে থাকব দুজনে
থাক কলতান কুহু ও কুজনে
মুগ্ধ নয়নে দুজনে দেখব দুজনের দিকে চেয়ে
চল চলে যাই অশোকের বনে পলাশের গান গেয়ে।
বৃষ্টি আসুক সেখানেতে নেমে পাহাড়ের কোল ঘেঁসে
আমিও তোমাকে আদর করব দেখে নিয়ো ভালবেসে।
কিছু চাওয়া পাওয়া থেকে যায় যদি
তুমি হবে নদ আমি হব নদী
দেখবে তখন দুজনের মন দুজনে কেমন মেশে
চল চলে যাই ঝরনার কাছে কোনও ঝরনার দেশে।
সেখানে যদি মানুষেরা থাকে মানুষের খুব কাছে
তেমন কোনও ঠিকানাটা পেলে কে বল তখন বাছে।
এক কুঁড়ে ঘরে থাকব দুজনে
মানুষের সাথে মানুষের মনে
থেকে যাব রোজ পরমানন্দে যেখানে প্রাণেরা নাচে
চল চলে যাই সেখানে দুজনে যেখানে মানুষ আছে।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..