প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ছড়ায় ছড়ায় শিখতে হবে,
হয়না যেন ভুল,
ছড়িয়ে আছে এই বাংলায়
কবির যত কুল।
ভানুসিংহ ছদ্ম নাম,
হোক তাকে দিয়ে শুরু,
বিশ্বকবি রবীন্দ্রনাথ,
আমাদের কবিগুরু।
সবাই জানে দুখুঃ মিয়া নামে,
শেখা চাই নির্ভুল
একই বৃন্তে দুইটি কুসুম,
বিদ্রোহী নজরুল।
ছাড়পত্রে রয়েছে অমর
একুশে করেছে জয়
কিশোর কবি প্রিয়
সুকান্ত অমর ও অক্ষয়।
ছন্দের তাকে জাদুকর বলে,
ছন্দে করেছে মাত
জেনে নিও আজ সবার প্রিয়,
সেজে সত্যেন্দ্রনাথ।
আবোল তাবোল ছড়ার রাজা,
ছড়াতেই চেনা যায়,
আজও বিস্ময় অমর সৃষ্টি,
প্রিয় সুকুমার রায়।
পল্লীকবি জসিমউদ্দিন
আর যোগীন্দ্রনাথ,
কুসুম কুমারী, সুনির্মলের
কবিতায় কাটে রাত।
খোকা তো আর মাছ ধরতে
যায়না নদীর কূলে
এবার থেকেই রোজ সকালে
যাবে গ্ৰামের স্কুলে,
ক্ষীর নদীতে নেই যে ক্ষীর
ভাসছে প্রাণী মরা
চিল গুলো আর পায়না মাছ,
দূষণে সব ভরা।
কোলা ব্যাঙের পায়নি দেখা
ছিপ নিয়ে রোজ হাতে
মায়ের কাছে কতই শোনা,
রোজ সকালে রাতে।
চাঁদ উঠেছে ফুল ফুটেছে,
তাই না শুনে রোজ,
কদমতলায় রাতের বেলা
পায়না ফুলের খোঁজ।
কোথায় হাতি কোথায় ঘোড়া,
নাচবে কাকে নিয়ে,
সোনামনি যাচ্ছে স্কুলে
করবেনা আর বিয়ে ।
মামার বাড়ি যায়না খোকন
তাই তাই আর বলে
মামারা সব উর্দিধারী,
কিল চড় রোজ চলে,
খোকা এখন ভেবেই মরে
লিখবে নতুন ছড়া,
ঘুম পাড়ানি মাসি পিসির
হয়নি সে সব পড়া।
দিচ্ছে উঁকি, কাঁচা পাকা,
লুকিয়ে রাখার চেষ্টা
অবশেষে লাগিয়ে নিলাম,
বৌএর কলপ শেষটা,
দেখছে কি কেউ? আশেপাশে
লুকিয়ে দেখি বউ যে হাসে
চমকে গেলাম,পড়লো গায়ে,
নষ্ট হলো ড্রেসটা।।
ছেলে বলে আর ‘করোনা’,
গিন্নি ও তাই বলে
‘করোনা’তে ঘাবড়ে গিয়ে
দিলাম কলপ জলে,
হ্যান্ড ওয়াশে ধুলাম মাথা
উল্টো পাল্টা হচ্ছে যাতা
কলপ ছেড়ে করোনা’তে,
নজর গেল চলে।।
আমফান, ডান কান
নিয়ে গেল শেষটা
আজ দেখি, সকালেই
খুঁজে চলে কেষ্টা
বলবো কি তারপর
হেসে মরি একঘর
কোভিডের ক্যাম্পেই
পড়ে আছে কানটা।।
শেষ রাতে, করোনা তে
মরেছিল ‘কান্তি’
কানটা তো ভালো ছিল,
নেই তাতে ভ্রান্তি
অবশেষে সমাধান
কান্তির ডান কান
ফেভিকলে, জুড়ে নিয়ে
মনে এলো শান্তি।।
বলবো কি? হলোটা কি?
ফেঁসে গেছে আইনে
করোনা তে, ভরে গেছে
বাম নয় ডাইনে
আধাআধি মাস্ক পরে
আছে তাই বসে ঘরে
এবারে থাকবে, হোম
কোয়ারেনটাইনে।।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..