প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
আমাদের বাড়ি ও দুয়ার খোলা
হাওয়া আসে যায়
দুঃখ আসে যায়
এত এত দুঃখ পুষে রাখি
অভিমান পুষে পুষে রাখি
আমাদের জলের সংসার
জলে ভেসে যায়
সে এক পতঙ্গভুক
রোদ ছুয়ে বসে থাকে
বাসি ভাত ছুয়ে
আমি তার দুপুরের উষ্ণ মাঠ
ফসলের ঘ্রাণ
আমি তার ঘাম ঘাম ব্লাউজের
গন্ধ জুড়ে থাকি
সে এক আজব কিষাণী
অমোঘ জঙ্গলে চলো
পরিপাশ্ব ছুয়ে আছে মেঘ
নীল ডালপালা
জলের গভীরে এক
মছলি জীবন
অমোঘ জঙ্গলে চলো
অক্সিজেনে হৃদি আর
বেলুন ওড়াবো
আমিও এভাবে ঋণী
জলবাতাসের কাছে
তোমার পেলব শরীর
উষ্ণ স্তন
আলপথে হাটা গ্রাম
খেত বা খামার
নাভির কুয়াশা ঘিরে
ভোর ও ভ্রমণ
দুঃখের নিজস্ব পথ থাকে
যে পথে আসে হেঁটে যায়
মা তাকে বসার পিড়ি দেয়
মায়ের চোখ জুড়ে অমাবস্যা
দুঃখ মোহনার নোনাজল
বাবা বড়দা জলে ভেসে গেছে
মা সেই পথ ধরে হাঁটে
দুঃখ খুঁজে খুঁজে
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..