আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
আমাদের বাড়ি ও দুয়ার খোলা
হাওয়া আসে যায়
দুঃখ আসে যায়
এত এত দুঃখ পুষে রাখি
অভিমান পুষে পুষে রাখি
আমাদের জলের সংসার
জলে ভেসে যায়
সে এক পতঙ্গভুক
রোদ ছুয়ে বসে থাকে
বাসি ভাত ছুয়ে
আমি তার দুপুরের উষ্ণ মাঠ
ফসলের ঘ্রাণ
আমি তার ঘাম ঘাম ব্লাউজের
গন্ধ জুড়ে থাকি
সে এক আজব কিষাণী
অমোঘ জঙ্গলে চলো
পরিপাশ্ব ছুয়ে আছে মেঘ
নীল ডালপালা
জলের গভীরে এক
মছলি জীবন
অমোঘ জঙ্গলে চলো
অক্সিজেনে হৃদি আর
বেলুন ওড়াবো
আমিও এভাবে ঋণী
জলবাতাসের কাছে
তোমার পেলব শরীর
উষ্ণ স্তন
আলপথে হাটা গ্রাম
খেত বা খামার
নাভির কুয়াশা ঘিরে
ভোর ও ভ্রমণ
দুঃখের নিজস্ব পথ থাকে
যে পথে আসে হেঁটে যায়
মা তাকে বসার পিড়ি দেয়
মায়ের চোখ জুড়ে অমাবস্যা
দুঃখ মোহনার নোনাজল
বাবা বড়দা জলে ভেসে গেছে
মা সেই পথ ধরে হাঁটে
দুঃখ খুঁজে খুঁজে
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..