আমাদের বাড়ি ও দুয়ার খোলা

ওয়াহিদার হোসেন
কবিতা
Bengali
আমাদের বাড়ি ও দুয়ার খোলা

আমাদের বাড়ি ও দুয়ার খোলা

আমাদের বাড়ি ও দুয়ার খোলা

হাওয়া আসে যায়
দুঃখ আসে যায়

এত এত দুঃখ পুষে রাখি
অভিমান পুষে পুষে রাখি

আমাদের জলের সংসার
জলে ভেসে যায়

 

সে এক পতঙ্গভুক

সে এক পতঙ্গভুক

রোদ ছুয়ে বসে থাকে
বাসি ভাত ছুয়ে

আমি তার দুপুরের উষ্ণ মাঠ
ফসলের ঘ্রাণ

আমি তার ঘাম ঘাম ব্লাউজের
গন্ধ জুড়ে থাকি

সে এক আজব কিষাণী

 

অমোঘ জঙ্গলে চলো

অমোঘ জঙ্গলে চলো
পরিপাশ্ব ছুয়ে আছে মেঘ

নীল ডালপালা

জলের গভীরে এক
মছলি জীবন

অমোঘ জঙ্গলে চলো
অক্সিজেনে হৃদি আর
বেলুন ওড়াবো

 

ভোর ও ভ্রমণ

আমিও এভাবে ঋণী
জলবাতাসের কাছে

তোমার পেলব শরীর
উষ্ণ স্তন

আলপথে হাটা গ্রাম
খেত বা খামার

নাভির কুয়াশা ঘিরে
ভোর ও ভ্রমণ

 

দুঃখের নিজস্ব পথ

দুঃখের নিজস্ব পথ থাকে

যে পথে আসে হেঁটে যায়
মা তাকে বসার পিড়ি দেয়

মায়ের চোখ জুড়ে অমাবস্যা
দুঃখ মোহনার নোনাজল

বাবা বড়দা জলে ভেসে গেছে
মা সেই পথ ধরে হাঁটে

দুঃখ খুঁজে খুঁজে

ওয়াহিদার হোসেন। কবি। জন্ম ১৯৮৬, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়ি রাঙ্গালিবাজনায়। লেখাপড়া করেছেন ইংরেজি সাহিত্যে। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। চাকরি করছেন ডুয়ার্সের এক প্রত্যন্ত চা বাগানের প্রাথমিক স্কুলে। প্রকাশিত বই: 'মধ্যরাতের দোজখ যাপন' (কাব্যগ্রন্থ, ২০১৩) এবং 'পরিন্দা' (কাব্যগ্রন্থ,...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..