আমাদের শহর 

রোমান জাহান
কবিতা
Bengali
আমাদের শহর 
আমাদের শহর 
তবু বিশ্বাসেরা অন্ধকারের পথে হাঁটে
ভবিষ্যতের অজানা, অচেনা দোলনা
কখনও প্রস্থান, কখনোবা ভুলে যাওয়া
নড়বড়ে পালতোলা নৌকা আর হাওয়া
স্রোতের পথে পথে দাপায়, লাফায়
এখন মাঝিরা গান গায় বয়সী ছায়ায়
পাথুরে নদীতে জলের এলোমেলো সুর
আত্মঘাতি রাত্রি আর অস্থিচর্মসার দুপুর
স্তদ্ধতায় আর্তনাদ করে উঠে
যদিও কোন গান শোনা হয়নি
জলের নিচে ভালোলাগার ঘর
শোকের হরতালে ভরে রাখে
আমাদের শহর
ডেকে নিয়া যাক
এত বিভ্রম, এত মোহময়
তবু বিশ্বাসের বিস্ময়
ক্ষয়িষ্ণু সময় জুড়ে
নানাবিধ যানবাহনের এ শহরে
শিকারের মত দৌড়ায়;
স্বপ্নের লুপ্ত আঙিনায়-
হতবাক
মৃত্যুরা ভাবে
এবার দলছুট জীবন
ডেকে নিয়ে যাক।
টলটলে চোখের মতো
তার টলটলে চোখের মতো
প্রগাঢ় জীবন
কী ধূসর
বিভ্রান্ত মেঘে ডুবে নিয়ত !

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ফ্রেম

ফ্রেম

দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..

সীমানার শর্ত

বিজ‌য়ের সব মুহূ‌র্তেই… তার অ‌ধিকার! কেন্দ্র হোক আর কেন্দ্রা‌তিগ ব‌লের আসন; কেউকেউ বোরকায় রমনীয় স‌ঙ্গানুসঙ্গের;…..