আমার কথা ভেবো না

আসাদ উল্লাহ্
কবিতা
Bengali
আমার কথা ভেবো না
এলিয়েন তুমি আকাশেই থাকো
ভূ-পৃষ্ঠে নজর দিও না
আকাশের তারা গুণতে পারলেও
মানুষের ধারা তুমি বুঝবে না।
মহাকাশে বিচরণ তোমার
ভূ-পৃষ্ঠের গলি চিনবে না।
আবর্তন তোমার ছায়াপথে
মানব বাউলি বুঝবে না।
নিস্ক্রিয় গ্যাসে বসবাস তোমার
মনুষ্য-ক্রিয়া  জানো না
উপরে দেখো সবই সবুজ
ভিতরে সব নীল নক্সা।
সাগরের বুকে ভোরের সূর্য
ছড়িয়ে দেয় যে লাল
উপর থেকেই প্রাণকাড়া তা
ভিতরে সব জাল।
আকাশে আছো ভালো আছো
নিস্প্রাণ হলেও তা
সূর্যের চেয়ে মানুষ গরম
তোমার সইবে না।
দেখছো তুমি মুখশ্রী যতো
সব মেকাপ লাগানো
সৌন্দর্য বৃদ্ধি নয় তা আদৌ
কদর্য কেবল লুকানো।
আলো বাতাস পানি মাটি
সব এখানে নষ্ট
উদ্ভিদ বলো প্রাণী বলো
সবকিছু বিষাক্ত ।
ভু-পৃষ্ঠে তুমি নামবে তবে
বলো কোন্ মোহে
আকাশের চেয়ে পৃথিবী এখন
জ্বলছে উত্তাপে।
এলিয়েন তুমি আকাশেই থাকো
আমার কথা ভেবো না
একবার যেহেতু পড়েছি ছিটকে
ভূ-পৃষ্ঠ ছেড়ে যাবো না।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..