আমার অসবর্ণ প্রেমিকারা

ওয়াহিদার হোসেন
কবিতা
Bengali
আমার অসবর্ণ প্রেমিকারা

আমার অসবর্ণ প্রেমিকারা

আমার অসবর্ণ প্রেমিকারা রাতে আসে।তাদের মৃত্যুর মতো কূটাভাস

আমার বাড়িও তখন অচেনা
স্বপ্নের ফুরসত কোথায়

চোখের ভেতর না ঘুম
না স্থায়ীর সফলতা

শুধু ধাক্কা দিচ্ছে জাকির হোসেনের তবলায়।

 

দরবারি কানাড়া

আমিও দেখি দরবারি কানাড়ায় মেঘ জমছে।

টিয়াবনের পলাশফুল ঝুলে আছে নম্রস্তনের মতো।

প্রেমিকেরা এ রাস্তায় মাড়ায়না খুব একটা।অন্ধকার হয়ে আছে
লাটাগুড়ির জঙ্গল

বিষাদের রোদ দূরে সরে যায়
মাইনাস পাওয়ার খুলে একবার তাকাও।

 

মোচ্ছব

অসহায়তার অক্ষর গড়ায়।
প্লেটে জমে ওঠে বিষ্ঠা

মনুষ্য জন্মেও থাকে ক্লেদ।রক্ত।

আমাদের বাড়ির পাশে উঁচু হচ্ছে
সৌরবাতি

ভারতবর্ষ
মাটিতে কলাপাতা নিয়ে বসো

এমন মোচ্ছব আর আসবেনি গো।

ওয়াহিদার হোসেন। কবি। জন্ম ১৯৮৬, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়ি রাঙ্গালিবাজনায়। লেখাপড়া করেছেন ইংরেজি সাহিত্যে। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। চাকরি করছেন ডুয়ার্সের এক প্রত্যন্ত চা বাগানের প্রাথমিক স্কুলে। প্রকাশিত বই: 'মধ্যরাতের দোজখ যাপন' (কাব্যগ্রন্থ, ২০১৩) এবং 'পরিন্দা' (কাব্যগ্রন্থ,...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..