প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
আমার অসবর্ণ প্রেমিকারা
আমার অসবর্ণ প্রেমিকারা রাতে আসে।তাদের মৃত্যুর মতো কূটাভাস
আমার বাড়িও তখন অচেনা
স্বপ্নের ফুরসত কোথায়
চোখের ভেতর না ঘুম
না স্থায়ীর সফলতা
শুধু ধাক্কা দিচ্ছে জাকির হোসেনের তবলায়।
দরবারি কানাড়া
আমিও দেখি দরবারি কানাড়ায় মেঘ জমছে।
টিয়াবনের পলাশফুল ঝুলে আছে নম্রস্তনের মতো।
প্রেমিকেরা এ রাস্তায় মাড়ায়না খুব একটা।অন্ধকার হয়ে আছে
লাটাগুড়ির জঙ্গল
বিষাদের রোদ দূরে সরে যায়
মাইনাস পাওয়ার খুলে একবার তাকাও।
মোচ্ছব
অসহায়তার অক্ষর গড়ায়।
প্লেটে জমে ওঠে বিষ্ঠা
মনুষ্য জন্মেও থাকে ক্লেদ।রক্ত।
আমাদের বাড়ির পাশে উঁচু হচ্ছে
সৌরবাতি
ভারতবর্ষ
মাটিতে কলাপাতা নিয়ে বসো
এমন মোচ্ছব আর আসবেনি গো।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..