আমার মা, তুমি তোমার

নিধুভূষণ দাস
কবিতা
আমার মা, তুমি তোমার

আমার মা

চেনো তুমি মাকে আমার?
না তো, কে তিনি?
খুঁজে দেখো ,পাবে হিমালয়ে
আছেন তিনি আমলারেমে
বন-ভিলায়,নিবিড় ছায়ায়।

একা একা আছেন তিনি নিজের মতন
উপনিষদের ঋষিরা যেমন ধ্যানমগ্ন
তপোবনের সবুজ ছায়ায়
তেমনই সাধনায় আলোকিত মা আমার
নিজেকে হারিয়েছেন বসুধায়।

অভিমানিনী যাবেননা ফিরে অতীতে
আনন্দময়ী তিনি আত্মানুসন্ধানে।

তুমি তোমার

পথের বন্ধু ,পথিক তুমি
কারো বন্ধু নও, পথ ছাড়া
কেউ নয় আপন তোমার
যে তোমাকে আপন ভাবে সে আসলে পর।

বিরহ সে তোমার নয়
দৃষ্টি তাই অবিচল
অদৃশ্যেই চোখ তোমার, দৃশ্যমানে নয়
ওই ছেলেটির ভুল, বোঝেনি তোমার পরিচয়।

তুমি তোমার, আর কারো নও।

নিধুভূষণ দাস। কবি ও লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তনী নিধুভূষণ দাস ইংরেজি এবং বাংলায় গল্প, উপন‍্যাস, কবিতা ও প্রবন্ধ লেখেন। তিনি একজন নিবিষ্ট পাঠক এবং বিবেকবান লেখক।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..