দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
চেনো তুমি মাকে আমার?
না তো, কে তিনি?
খুঁজে দেখো ,পাবে হিমালয়ে
আছেন তিনি আমলারেমে
বন-ভিলায়,নিবিড় ছায়ায়।
একা একা আছেন তিনি নিজের মতন
উপনিষদের ঋষিরা যেমন ধ্যানমগ্ন
তপোবনের সবুজ ছায়ায়
তেমনই সাধনায় আলোকিত মা আমার
নিজেকে হারিয়েছেন বসুধায়।
অভিমানিনী যাবেননা ফিরে অতীতে
আনন্দময়ী তিনি আত্মানুসন্ধানে।
পথের বন্ধু ,পথিক তুমি
কারো বন্ধু নও, পথ ছাড়া
কেউ নয় আপন তোমার
যে তোমাকে আপন ভাবে সে আসলে পর।
বিরহ সে তোমার নয়
দৃষ্টি তাই অবিচল
অদৃশ্যেই চোখ তোমার, দৃশ্যমানে নয়
ওই ছেলেটির ভুল, বোঝেনি তোমার পরিচয়।
তুমি তোমার, আর কারো নও।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..