প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
চেনো তুমি মাকে আমার?
না তো, কে তিনি?
খুঁজে দেখো ,পাবে হিমালয়ে
আছেন তিনি আমলারেমে
বন-ভিলায়,নিবিড় ছায়ায়।
একা একা আছেন তিনি নিজের মতন
উপনিষদের ঋষিরা যেমন ধ্যানমগ্ন
তপোবনের সবুজ ছায়ায়
তেমনই সাধনায় আলোকিত মা আমার
নিজেকে হারিয়েছেন বসুধায়।
অভিমানিনী যাবেননা ফিরে অতীতে
আনন্দময়ী তিনি আত্মানুসন্ধানে।
পথের বন্ধু ,পথিক তুমি
কারো বন্ধু নও, পথ ছাড়া
কেউ নয় আপন তোমার
যে তোমাকে আপন ভাবে সে আসলে পর।
বিরহ সে তোমার নয়
দৃষ্টি তাই অবিচল
অদৃশ্যেই চোখ তোমার, দৃশ্যমানে নয়
ওই ছেলেটির ভুল, বোঝেনি তোমার পরিচয়।
তুমি তোমার, আর কারো নও।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..