বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
চেনো তুমি মাকে আমার?
না তো, কে তিনি?
খুঁজে দেখো ,পাবে হিমালয়ে
আছেন তিনি আমলারেমে
বন-ভিলায়,নিবিড় ছায়ায়।
একা একা আছেন তিনি নিজের মতন
উপনিষদের ঋষিরা যেমন ধ্যানমগ্ন
তপোবনের সবুজ ছায়ায়
তেমনই সাধনায় আলোকিত মা আমার
নিজেকে হারিয়েছেন বসুধায়।
অভিমানিনী যাবেননা ফিরে অতীতে
আনন্দময়ী তিনি আত্মানুসন্ধানে।
পথের বন্ধু ,পথিক তুমি
কারো বন্ধু নও, পথ ছাড়া
কেউ নয় আপন তোমার
যে তোমাকে আপন ভাবে সে আসলে পর।
বিরহ সে তোমার নয়
দৃষ্টি তাই অবিচল
অদৃশ্যেই চোখ তোমার, দৃশ্যমানে নয়
ওই ছেলেটির ভুল, বোঝেনি তোমার পরিচয়।
তুমি তোমার, আর কারো নও।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..