আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
আমি রবীন্দ্রনাথকে দেখিনি কোনদিন,
দেখার কথাও নয়-
তিনি চলে গেছেন নশ্বর দেহ ছেড়ে
অনে-ক দিন।
তবু আমি আজও দেখতে পাই ,
পরিস্কার দেখিতে পাই –
রবীন্দ্রনাথ চেয়ারে বসে একটু ঝুঁকে
লিখে চলেছেন
কত লেখা, কবিতা, গান গল্প নাটক ,
এঁকে চলেছেন ছবির পর ছবি,
কিংবা জোব্বা পরে হেঁটে বেড়াচ্ছেন
শ্যামলী উদিচীর বারান্দায় ,
ক্লাশ নিচ্ছেন শান্তিনিকেতনের আম্রকুঞ্জে ,
হয়ত সত্যি নয় ,
কিন্তু হৃদয় তো কখনও মিথ্যা বলে না-
সে নিশ্চয়ই দেখতে পায়-
আসলে তার মণিকোঠার ঊজ্বলতম আসনে
আজও আসীন অবিনশ্বর প্রতিদিনের রবীন্দ্রনাথ ,
আর তাঁকে সম্বল করেই তার বেঁচে থাকা আর পথচলা–
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..