আমার রবীন্দ্রনাথ

মলয় সরকার
কবিতা
Bengali
আমার রবীন্দ্রনাথ

 

আমি রবীন্দ্রনাথকে দেখিনি কোনদিন,

দেখার কথাও নয়-

তিনি চলে গেছেন নশ্বর দেহ ছেড়ে

অনে-ক দিন।

তবু আমি আজও দেখতে পাই ,

পরিস্কার দেখিতে পাই –

রবীন্দ্রনাথ চেয়ারে বসে একটু ঝুঁকে

লিখে চলেছেন

কত লেখা, কবিতা, গান গল্প নাটক ,

এঁকে চলেছেন ছবির পর ছবি,

কিংবা জোব্বা পরে হেঁটে বেড়াচ্ছেন

শ্যামলী উদিচীর বারান্দায় ,

ক্লাশ নিচ্ছেন শান্তিনিকেতনের আম্রকুঞ্জে ,

হয়ত সত্যি নয় ,

কিন্তু হৃদয় তো কখনও মিথ্যা বলে না-

সে নিশ্চয়ই দেখতে পায়-

আসলে তার মণিকোঠার ঊজ্বলতম আসনে

আজও আসীন অবিনশ্বর প্রতিদিনের রবীন্দ্রনাথ ,

আর তাঁকে সম্বল করেই তার বেঁচে থাকা আর পথচলা–

 

মলয় সরকার। লেখক ও পরিব্রাজক।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..