প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
কাজলা সবুজ শাড়ী প্রিয় মাঠে
ক্রিয়ার কাজলে
এস
বর্ণের কাজল পরা মনের গহীনে
বরণমুখরে
বাজে
অব্যক্ত গুঞ্জন মালা
লিঙ্গম্ কাননে …
শোন,
প্রিয় পাপ!
(পায়ীর পালকে) নিভৃতে জেনেছি—
যে সৌন্দর্য্যে আক্রান্ত হই
তার
মনোরম পাপে ডুবে পবিত্র হওয়া
রোমাঞ্চকর!
দ্বৈতাদ্বৈতে—
দ্বি
(অর্থাৎ
হ্যাঁ এবং না)কে
ধারণ কর যে— তুমি— দ্বি + ধা— দ্বিধা!
তবুও
ভালবাসি তোমাকে …
— আমার ভেতরের আমিটা সামগ্রিক চিন্তার ফসল?
বাইরে প্রকাশিত আমিটা কে??
: আপনার ভেতরের আপনি হলেন, আধেয় …
বাহিরের আপনি হলেন, আধার…
আপনার যাপনে প্রকাশিত হয় পুরুষপ্রকৃতি …
অর্থাৎ
আপনার ভিতর/আধেয়/পুরুষ/Content/মন …
প্রকাশিত হয়
আপনার বাহির/আধার/প্রকৃতি/Context/অঙ্গে …
— অঙ্গ? কেমন তাহার রূপ?
: অঙ্-রূপী গমন করে যাহাতে।
[এই অঙ্গেরও (অনঙ্গকলার) নন্দনতত্ত্ব আছে, আছে সৃজনের কারুজ বাসনা …]
— কী ভাবে অনঙ্গকলা (কারুজ বাসনা) ধারণ করেছে অঙ্গ?
: এটুকু বুঝতে হলে
(কেবল দোঁহারে … ধারণাবর্ণনে … যাবে না জানা!)
আমূল জানায়
চলুন, মিশি ধারণে… ধরণে… গেঁথে ফেলি দোঁহে, অঙ্গজকলায়—
একই নন্দনে
কী ভাবে প্রকাশিত আসমগ্র …
জেনে নিতে
পাশাপাশি চোখ রাখা যাক, অপরাপর সৃজনকলায় …
জ্বী …
আপনি আধুনিক! বাহ, বেশ ভাল!
সুটেট, বুটেট, টাই, ব্যকব্রাশ চুল, ক্লিনসেভ, ক্লোজআপ হাসি, ঝক্ঝকে দাত।
(দাতের কোথাও লেগে নেই ভোগের স্বাক্ষর, খাদ্যকণা)
হ্যাঁ,
আপনি আধুনিক, বাহ, পোষাকিসভ্যতা!
নামটা,
কি যেন বললেন? ও, মানবিক রায়! সরি, মানবিক রয়! অধ্যাপক। …
তো …
জনাব, বিশেষ আড়ালে পোষাক খুলেন কেন?
ও-কি নিরাভরনার পুরানো সে টান?
জ্বী …
আপনি সুধিজন! কী যে বাজে বকছি, সরি …
ঝুলছে মানবিক রশি, গিঁট লাগানো হাঁ। ঝুলে পড়বেন,
না ঝুলাব?
ছাগলের ছানা, তিড়িং বিড়িং লাফ দেয়, দেখে, পায়ের আঘাতে পৃথিবী কাঁপছে কি না!
আপনি ছাগলের ছানা,
(যদিওবা
ছাগল নিরিহ প্রাণী,
ঘাস খায়, লতাপাতা খায়, দুধ দেয়, মাংশও দেয়)
চলে যান, ছাগলপাড়ায়। অধুনা সাহিত্যে বিমানবিকরন চলছে!
সরি, আপনি তো আবার মানুষ। ছাগল না। কিন্তু, অন্তর্জাতিক ছাগল।…
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..