আর কত অপেক্ষা

রুদ্র অয়ন
কবিতা
Bengali
আর কত অপেক্ষা
আর কত অপেক্ষা
আর কতটা পথ পেরুলে,
আমার এ পথ
তোমার পথে মিলবে!
আর কতটা
চোখের জলে ভাসলে
আমার সাগর তোমার সৈকতে আছড়ে পড়বে!
আর কত আঁধারের
বুক চিড়ে চিড়ে
তোমার আলোক স্পর্শে
এ অমানিশা পেরিয়ে
পূর্ণিমার তরী বইবে!
আর কতটা দুঃখ পেলে
এ বুকে মুঠো মুঠো সুখ
এসে শঙ্খ হয়ে বাজবে!
আর কতটা ভীড়
দুহাতে ঠেলে গেলে,
তোমার হাত খানি এসে
আমার হাতে মিলবে!
আর কতটা
নির্ঘুম রাত পাড়ি দিলে
তোমার বুকে অঘোরে
ঘুমের আশ্রয়টুকু মিলবে!
আর কতটা
নিঃশব্দতায় ডুবলে,
তোমার ভালোবাসার মুখরতায় জেগে ওঠা যাবে!
আর ক’গোছা চুলে পাক ধরলে,
আমার জরাজীর্ণ এই হাত
তোমার ওই মুখের ছোঁয়া পাবে!
আর কত অপেক্ষা প্রেয়সীতমা?
আর কত?
ভালোবাসা-বাসি
সঙ্গী হবে তুমি কি আমার
দুঃখ সুখের ভেলায়,
আমার হলে বাসবো ভালো
তোমায় বেলা অবেলায়।
তুমি কি গো আসবে আবার
ঝুম বৃষ্টির বেলায়
তুমি এলে সাদা মেঘে মেঘে
মাতবো দু’জন খেলায়।
ভালোবেসে এসো কাছে তুমি
কোনো বসন্ত বেলায়,
তুমি এলে গো ওঠবো মেতে
ভালোবাসা-বাসি খেলায়।
স্মৃতির দিনরাত্রি
প্রতিদিন সুর্যোদয়
আমার হৃদয়ের আঙিনায়
আলো আঁধারির খেলা খেলে।
মনের অতলে
সুখ-দুঃখ করতালি দেয়!
কিছু কথা কিছু ব্যথায়
বিষাদে ছেয়ে যায় মন।
তোমার অভিনয়
আমি সত্যি ভেবে
হৃদয় উজাড় করে
বেসেছিলেম ভালো তোমায়!
যেন ভাসমান শ্যাওলা শিকড়ে
প্রেম রেখেছিলেম বেঁধে,
ঢেলেছিলেম অজস্র জলধারা;
ভালোবাসার কাছে
নিজকে করেছিলেম সমর্পিত।
প্রেম তবু রয়ে গেলো অধরা!
স্বার্থের কাছে
প্রেমও নিলাম করে
চলে গেলে তুমি!
আমার হৃদয় শূন্য করে!
বড় ইচ্ছে করে
তোমায় ভুলে যেতে
তবু স্মৃতিগুলো
ফিরে আসে বারবার
পুরনো কালজয়ী গানের মত ।
তুমি ভালো থেকো
কতো ঘোর অমাবশ্যা
কতো জোছনা স্নাত
চন্দ্রপূর্ণিমা পেরুলো
তুমি আর এলেনা ফিরে !
সেই লালমাটি,
চা বাগান
উঁচু টিলা-পাহাড় পেরিয়ে
কাছাকাছি হয়েছিলেম দূজনে।
যাবার কালে বলেছিলে-
অপেক্ষা করো
আমিতো শুধু তোমারই।
তারপর থেকে
অপেক্ষায় থেকেছি।
কত দিন
কত রাত পেরিয়ে গেছে
তুমি আর আসোনি ফিরে !
হঠাৎ এক দিন বললে-
বেশ আছো তুমি,
তোমার সুখে
আমি যেন বাঁধা না হই!
আমি যে বড্ড ভালোবেসেছিলেম
তোমায়।
তবে তাই হোক ;
তোমার সুখে
বাঁধা হতে চাইনে কোন কালেই ।
না হয় নিরব কষ্ট নিয়ে
মুখে হাঁসি এঁকে সব্বাইকে বলবো –
বেশ আছি আমি।
না হয় নিরব অভিমানে
একাকি সংগোপনে কেঁদে যাবো।
তবু তোমার সুখ চাই আমি।
তবু আমি চাই-
তুমি ভালো থেকো
তুমি ভালো থেকো ।

রুদ্র অয়ন। কবি।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..