আলোকিত হোক জীবন

মৌসুমী ভৌমিক 
কবিতা
Bengali
আলোকিত হোক জীবন

আলোকিত হোক জীবন

এটা ডিঙি নৌকা নয়
এটা ডিঙি নৌকা যোগে পার হতে হয়।

লেকের মধ্যে এ গাছের ছায়া হলেও
এ গাছ নয়।

চূড়া থেকে নেমে এসে
লেকের কোলজুড়ে আসন গেড়ে বসি।

তোমার চোখের মত লেক
লেকজোড়া শ্যাওলা তোমার চোখজোড়া স্বপ্নে বিভোর।

লেকের দুপাড়ে সারি সারি পাখিডাকা গাছের ছায়ার
আড়ালে শ্যাওলা হয়ে পড়ে আছে জলে।

বৃষ্টিতে হয় শ্যাওলা ভেসে যাবে
না হয় শ্যাওলা ভরা প্রেম বুকে নিয়েই শুকিয়ে যাবে লেক।

তা সত্ত্বেও ডিঙি নৌকায় সাঁতরে শ্যাওলা হাতড়ে
খুঁজি আমার হারিয়ে যাওয়া স্বপ্নের সাতকাহন।

 

মন ফাগুনের পাখি

সেগুনে ঘেরা নিরিবিলি জঙ্গলে আমার মাথার উপরে
গাছের মাথার আধশুকনো ডালপালা চুপি চুপি নেড়ে
কে যেন ঘুরপাক খায় ক্রমাগত,সুঁইচোরা পাখির মত।

এই দুপুরের নীরবতার মাঝে- ও কি কিছু খোঁজে?

একেবারে লেজের অংশটুকু ডালের নিচ দিয়ে নেমে থাকায় দেখতে পেয়েছি এই অদ্ভুত পাখি,
এখানে আর কোনো পাখি দেখি নাই।

তবু তৃপ্তি নাই।এখুনি সে উড়ে যাবে!দ্রুত ডানা ঝাপটায়।

দূরে দেখি- সারি দিয়ে পাখি উড়ছে একদল।
তারা দেখিয়ে দেয়,এসময় সূর্যাস্তের শেষে আঁটোসাঁটো রাত্রি শুরু হয়।তার আগেই তারা চলে যায় বেশ।

চোখে থেকে যায় আরো এক রেশ।রয়ে গেছে।

জন্ম ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। বেড়ে ওঠা, শিক্ষা সবই শহর শিলিগুড়িতে। উচ্চ মাধ‍্যমিক সরকারি স্কুলে ভূগোলের শিক্ষকরূপে কর্মরত। লেখালেখি কিশোর বয়স থেকেই। মূলত কবিতাই প্রথম পছন্দের। 'দ্রোহকাল অক্ষরে' সাহিত‍্য পত্রিকা এবং ' ড্যাস ' আন্তর্জাতিক ওয়েব ম্যাগাজিন সহ বিভিন্ন জায়গায় নিয়মিত...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..

ফ্রেম

ফ্রেম

দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..