আলো ছায়ার বর্ণপরিচয়

হরিৎ বন্দ্যোপাধ্যায়
কবিতা
Bengali
আলো ছায়ার বর্ণপরিচয়

আলো ছায়ার বর্ণপরিচয়

আমাদের উঠোনের
পুরোটাই রোদে আঁকা
খুব গরমেও দুয়ারে বসে
কী যে আরাম !
গাছের ডালপালার তুলিতে
ছায়া রঙে কত কিছু
উঠোনে আঁকা হয়ে যায়
ওইগুলোই আমাদের বর্ণপরিচয়

পিচরাস্তা থেকে নেমেই
ধুলো ওঠা রাস্তা
কিছুটা হেঁটে গেলেই
একটা পুকুর
পুকুরের পারেই আমার দাদু
একটা বটগাছ তো থাকতেই হবে
তা না হলে উঠোনের অত রোদ
আলো ছায়ার বর্ণপরিচয়
শিখবো কোথা থেকে?

 

তোমার মতো করে

কিছু কি বলতেই হবে?
না বললেও তো হয়

তুমি বুঝে নাও
তোমার মতো করে

আমার গল্প একতরফা
এক কোণ থেকে বলা

তুমি ঘুরে ঘুরে দেখো
আমার সব দিক খোলা

যেখানেই কাহিনী নড়বড়ে
জানবে সেখানেই কিছু চাপা

ঢাকনা খুলে আমার গল্প
তোমার মতো করে সাজিয়ে নাও।

 

মানুষের দিকে

মানুষের দিকে তাকালে
মানুষের কাছ থেকে
মানুষ সরে যাচ্ছে বলে মনে হয়

বাসস্টপ, রেলস্টেশনে
মানুষের চোখ সর্বদা ঘোরে
কী ভাবছে মানুষ এখন?
কাকেই বা সে খুঁজছে?

কারও চোখেই আমি
চোখ ফেলতে পারি না

আমি হেঁটে যাই
দৃষ্টি স্থির হলে
কথা বলে নেওয়া যাবে।

 

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..