বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
আমাদের উঠোনের
পুরোটাই রোদে আঁকা
খুব গরমেও দুয়ারে বসে
কী যে আরাম !
গাছের ডালপালার তুলিতে
ছায়া রঙে কত কিছু
উঠোনে আঁকা হয়ে যায়
ওইগুলোই আমাদের বর্ণপরিচয়
পিচরাস্তা থেকে নেমেই
ধুলো ওঠা রাস্তা
কিছুটা হেঁটে গেলেই
একটা পুকুর
পুকুরের পারেই আমার দাদু
একটা বটগাছ তো থাকতেই হবে
তা না হলে উঠোনের অত রোদ
আলো ছায়ার বর্ণপরিচয়
শিখবো কোথা থেকে?
কিছু কি বলতেই হবে?
না বললেও তো হয়
তুমি বুঝে নাও
তোমার মতো করে
আমার গল্প একতরফা
এক কোণ থেকে বলা
তুমি ঘুরে ঘুরে দেখো
আমার সব দিক খোলা
যেখানেই কাহিনী নড়বড়ে
জানবে সেখানেই কিছু চাপা
ঢাকনা খুলে আমার গল্প
তোমার মতো করে সাজিয়ে নাও।
মানুষের দিকে তাকালে
মানুষের কাছ থেকে
মানুষ সরে যাচ্ছে বলে মনে হয়
বাসস্টপ, রেলস্টেশনে
মানুষের চোখ সর্বদা ঘোরে
কী ভাবছে মানুষ এখন?
কাকেই বা সে খুঁজছে?
কারও চোখেই আমি
চোখ ফেলতে পারি না
আমি হেঁটে যাই
দৃষ্টি স্থির হলে
কথা বলে নেওয়া যাবে।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..