আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভুলে যাই
স্মৃতিভুক জীবনের সানাই
সময় অনবরত বাজায়
আর
আমরা কত কিছু ভুলে গেছি
কত কিছু ভুলে যাই-
আশ্চর্য এই শহরে
তবুও থাকতে হয়
আশ্চর্য এ শহরে
একাকী হেঁটে যাই রোদের ভেতরে
আমার চৌদিকে
অচেনা সময় সেঁটে থাকে
নির্বাক জীবন কাটে
বন্ধু ব্যতিরেকে
স্মৃতির ভেতর নিঃসঙ্গ
হারিয়ে ফেলা ছেলেবেলার ভেতর
মান-অভিমানের ছোঁয়া
কাহিনীকাতর
শালিকের সখ্যের সুর
মায়াময় সোনালী দুপুর-
ভালোলাগাগুলো ভুলে যাই;
ভুলে যাওয়া স্মৃতির ভেতরে
নিঃসঙ্গ ডুবে যাই রাতের শরীরে
তুমিহীন এই যান্ত্রিক শহরে
নীলিমা ফিরে আসে
নীলিমা ফিরে আসে
স্মৃতির স্বভাবে,
অথচ দেখা হয় না
জোছনার অভাবে-
ফোস্কাময় জীবন
কায়াহীন ভীষণ
পূর্ণিমায় খুঁজে
দ্বিখন্ডিত যৌবন
মরীচিকার মত খাঁ খাঁ
আকাশ ঢেকে দেয়
নক্ষত্রের শাখা
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..