বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
ভুলে যাই
স্মৃতিভুক জীবনের সানাই
সময় অনবরত বাজায়
আর
আমরা কত কিছু ভুলে গেছি
কত কিছু ভুলে যাই-
আশ্চর্য এই শহরে
তবুও থাকতে হয়
আশ্চর্য এ শহরে
একাকী হেঁটে যাই রোদের ভেতরে
আমার চৌদিকে
অচেনা সময় সেঁটে থাকে
নির্বাক জীবন কাটে
বন্ধু ব্যতিরেকে
স্মৃতির ভেতর নিঃসঙ্গ
হারিয়ে ফেলা ছেলেবেলার ভেতর
মান-অভিমানের ছোঁয়া
কাহিনীকাতর
শালিকের সখ্যের সুর
মায়াময় সোনালী দুপুর-
ভালোলাগাগুলো ভুলে যাই;
ভুলে যাওয়া স্মৃতির ভেতরে
নিঃসঙ্গ ডুবে যাই রাতের শরীরে
তুমিহীন এই যান্ত্রিক শহরে
নীলিমা ফিরে আসে
নীলিমা ফিরে আসে
স্মৃতির স্বভাবে,
অথচ দেখা হয় না
জোছনার অভাবে-
ফোস্কাময় জীবন
কায়াহীন ভীষণ
পূর্ণিমায় খুঁজে
দ্বিখন্ডিত যৌবন
মরীচিকার মত খাঁ খাঁ
আকাশ ঢেকে দেয়
নক্ষত্রের শাখা
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..