আশ্চর্য এই শহরে

রোমান জাহান
কবিতা
Bengali
আশ্চর্য এই শহরে

ভুলে যাই

স্মৃতিভুক জীবনের সানাই
সময় অনবরত বাজায়
আর
আমরা কত কিছু ভুলে গেছি
কত কিছু ভুলে যাই-

 

আশ্চর্য এই শহরে

তবুও থাকতে হয়
আশ্চর্য এ শহরে
একাকী হেঁটে যাই রোদের ভেতরে
আমার চৌদিকে
অচেনা সময় সেঁটে থাকে
নির্বাক জীবন কাটে
বন্ধু ব্যতিরেকে

 

স্মৃতির ভেতর নিঃসঙ্গ

হারিয়ে ফেলা ছেলেবেলার ভেতর
মান-অভিমানের ছোঁয়া
কাহিনীকাতর
শালিকের সখ্যের সুর
মায়াময় সোনালী দুপুর-
ভালোলাগাগুলো ভুলে যাই;

ভুলে যাওয়া স্মৃতির ভেতরে
নিঃসঙ্গ ডুবে যাই রাতের শরীরে
তুমিহীন এই যান্ত্রিক শহরে

 

নীলিমা ফিরে আসে

নীলিমা ফিরে আসে
স্মৃতির স্বভাবে,
অথচ দেখা হয় না
জোছনার অভাবে-

ফোস্কাময় জীবন
কায়াহীন ভীষণ
পূর্ণিমায় খুঁজে
দ্বিখন্ডিত যৌবন
মরীচিকার মত খাঁ খাঁ
আকাশ ঢেকে দেয়
নক্ষত্রের শাখা

 

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..