আসক্তি

তৌহীদা ইয়াকুব
কবিতা
Bengali
আসক্তি

হে দূর

একটা অচেনা রাস্তা দেখিয়ে
বলেছিলে চলো –
অভ্যস্ততা আমাকে তার খাঁচে ভরে রাখে।

নির্জন নিঃসঙ্গ মন খারাপের দিনে
অনুতাপ শুধুই স্মৃতির পরিক্রমা এনে
ফিরে যায় শুভাকাংখ্যায় ।

আধিভৌতিক কোন শব্দের মত অন্ধকারে
অজানা দীর্ঘশ্বাস অপেক্ষার গল্প বলে যায়
অলৌকিক সুরে।

হে দূর ,
আশ্চর্য আলোর মতো হেসে
ক্ষমার প্রশ্রয়ে থেকো প্রবণতা হয়ে।

 

আসক্তি

দূর কান্নার সুর ত্রিকোণে জড়ানো তাই
অভ্যস্ত সময় পুড়ে গেলো তাড়োনায়
পথ বা বিপথ কার বা আমার ?
তবু ভুল হিমফুল এই শীতকাল
জমে থাকে কোথাও।
নিরাসক্ত হতে হতে আসক্তি ভরে গেছে
আড়ালের ভিতর।

ইচ্ছে করে হারিয়ে ফেলি অজুহাত

হারিয়ে যাওয়া যায় ছেড়ে দিয়ে খোলসের মায়া
তারে ভেবে বলি সুজন জেনেছি যারে ।
সে এক চতুর সকাল,
প্রেম ও আগুন এসে ভাগ করে খায়
উনুনের ঘুম।

কষ্টের পাশে চিরদিন চলে যাওয়া পথ।
আমাদের গন্তব্য ঠিক হয়ে আছে,
রোদ পোড়া গন্ধে গ্রাম্যতা ভুলি নাই।
ইচ্ছে করে তাই হারিয়ে ফেলি অজুহাত
নইলে নির্জন হতে পারি অনায়াসে ।

তৌহীদা ইয়াকুব। কবি। জন্ম- ১৫ই মে ১৯৬৯। বাড়ি টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলায়। বাবা ইয়াকুব আলি তালুকদার, সরকারি কর্মকর্তা ছিলেন। মা ছিলেন গৃহিনী। চার ভাই বোনের মধ্যে তিনি ৩য়। ছোট বেলা থেকেই লিখছেন। তবে প্রকাশে একেবারেই অনিচ্ছুক সবসময়। ফেসবুকে নিজের স্ট্যাটাস এ...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..