প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
সন্ধ্যের দিকে মুরলী ধরে মনোহর–
চুপিচুপি নামছে পাহাড় ও ব্যক্তিগত নিশাচর। অনুভূমিক রেখায়…
নিচু নিসর্গের সমতল।
উঠে আসছে উচ্চকিত সুরে গ্রাম্য মাদল।
ভাঙা খঞ্জরের মত এভাবেই ভেঙে বসতে যদি বুকে…
যুক্তবর্ণ ভেঙে ভেঙে বলা নেপথ্যপ্রস্তাব
মেঘের ভিতরে বজ্রলীন প্রমাদ ভেঙে ভেঙে
সব ঘনঘটা এখনও
আমারই দিকে …
কেঁপে কেঁপে উঠি প্রথম শীতের মতই
যাবতীয় অভিমান ভেঙে চুরচুর হত যদি আসন্ন কুহু’তে
মুক্তির জাবেদা নিয়ে উড়ে যাওয়া অসংখ্য পাখ-পাখালি…
ম্যানগ্রোভের দিকে তাকালে
কেউ ঘাস কিংবা নদী
যেতে যেতে
চোখে চোখ রেখে লিখে যাও উড়ো লিপি
কথা নয় শব্দ নয়
দরজা খুলছিল ভয়।
সান্ধ্য রঙের
বাদলাগন্ধে কিছুটা ক্ষয়,
ক্ষতি নেই কিছু
বাতাসও মুগ্ধ কি মন্ত্রে
না মন্ত্রমুগ্ধতায় বিচরণ করছে জানলো না তো কেউ
বসন্ত এলে পরাজয়ের মরশুম…
ফাগুনে আগুন মুঠোয় ভরাবে কে?
যদি সুগন্ধবাহিত হয়ে আসে বাতাসে নতুন সংক্রমণ?
যদি নোঙর-ছেঁড়া বৃষ্টির মোহ ও ছটায়
প্রকাশঅক্ষম জমিনে লতিয়ে
উঠে পিয়াসী সূর্যমুখীর বীজ
যদি মোহর ভাঙে টিনের চালা বৃষ্টিপাতের শব্দে…
জেগে জেগে শুনবে অনেকে
সুরার পরিবর্তে অতীন্দ্রিয় সে সুর
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..