দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
ইচ্ছেতে জল,
ছুঁয়ে দিয়ে বল
কি চেয়েছি?
জলপদ্ম নাকি জলে ডোবা মন?
একদিন ঠিক বুঝে যাবি, পায়ের নীচে আছে কত বল
চোরাবালি হেসে দিয়ে পালাবে যোজন যোজন
আজ আমার
চোখের জল,
ধরে রেখেছি টলমল
আকাশ জ্বলছে,
সুর্য প্রখর,কান্না তার ভালো লাগেনা
তাই কিছুই বলিনা,
জলচোখে চেয়ে থাকি আকাশের পানে
সময়ের বরিষণ
ঢেউ এর উপর চড়ে
কথা কবে
সেদিন হাতী চড়ে আসবে ভাসান ভূপেন
হৃদয়চরে বসবে আনন্দের ভীম সেন
খেয়ালে আলাপে বেজে উঠবে
পুরাতন সব স্মৃতি
মাথা নত করেই
জানিয়ে দেব, কতটা অন্যায় করেছ,
ভেংগে প্রতিশ্রুতি!
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..