বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
ইচ্ছেতে জল,
ছুঁয়ে দিয়ে বল
কি চেয়েছি?
জলপদ্ম নাকি জলে ডোবা মন?
একদিন ঠিক বুঝে যাবি, পায়ের নীচে আছে কত বল
চোরাবালি হেসে দিয়ে পালাবে যোজন যোজন
আজ আমার
চোখের জল,
ধরে রেখেছি টলমল
আকাশ জ্বলছে,
সুর্য প্রখর,কান্না তার ভালো লাগেনা
তাই কিছুই বলিনা,
জলচোখে চেয়ে থাকি আকাশের পানে
সময়ের বরিষণ
ঢেউ এর উপর চড়ে
কথা কবে
সেদিন হাতী চড়ে আসবে ভাসান ভূপেন
হৃদয়চরে বসবে আনন্দের ভীম সেন
খেয়ালে আলাপে বেজে উঠবে
পুরাতন সব স্মৃতি
মাথা নত করেই
জানিয়ে দেব, কতটা অন্যায় করেছ,
ভেংগে প্রতিশ্রুতি!
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..