প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
আজ আমি সমুদ্র হবো তুমি হবে ঢেউ
তোমাকে সবসময়ই ঘিরে রাখবো আমি
তোমার ঢেউয়ে জড়িয়ে ধরবে দেখুক যে কেউ
প্রেমের নিবিড় হোকনা গাঢ় শুধু রব আমি তুমি।
আমার বুকে আছড়ে পড়ে অনুভূতি জাগাও
আমি সমুদ্র তোমার জন্যে থাকি সকল প্রহর জেগে
মাঝে মাঝে তোমার ঢেউয়ে ভয়ানক ডাক শুনিয়ে যাও
আমি কান পেতে শুনি চোখ দিয়ে দেখি ছুটে আসছো কত বেগে।
নীল দিগন্তের শেষ নেই ঢেউয়ে ঢেউয়ে মত্ত সমুদ্র
ডাকছো কাছে হাত বাড়িয়ে কত ইশারাতে
তাকিয়ে থাকি নিরব শান্ত প্রখর তাপের রৌদ্র
মনে হয় ভেসে যাই তোমার ঢেউয়ে আমি সমুদ্র।
তুমি আসো আর যাও তটিনী ভিজিয়ে যাও
তোমার আবেগে আমি হারিয়ে যাই বহু দূর
ফিরে ফিরে আসি তোমার ঢেউয়ে তুমি ভুলে যাও
ভাবনাকো একবার তোমার জন্য যেতে পারি দুর বহু দূর।
তোমার তেজস্বি রূপ ভারি বিদ্রুপ ভয় জাগিয়ে দেয়
আমি সমুদ্র তোমার ভয়ংকর প্রেমে জড়িত
তুমি শান্ত হও নিরব হও সৃষ্টির শক্তিশালী প্রেম হও-
অনন্ত ভালোবাসা স্রোতের টানে বয়
আকুল ব্যাকুল সারাদুপুর তোমার পরশেই জাগরিত।
তোর দিকে তাকিয়ে আছি বলে ভাবিস না প্রেম করবো
তোকে চেনা চেনা লাগছিল তাই দৃষ্টি পড়ল
ভেবেছিলাম সম্মুখেতে একবার গিয়ে দেখবো
চেনা মুখে ছিলনা তিল তোর গালে দেখে হঠাৎ নজরে পড়ল।
তোর শার্টের বোতাম খোলা আছে হয়ে গেছে ভুল
তাই জামা ছোটবড় হয়েছে বক্রেশ্বর ভঙ্গুর
তোর ভ্রুর নীচের কাটা দাগটার চিহ্ন আজ নেই এক চুল
তোর বেয়াদবির কাছে হেরেছি কত জয়ের হার।
তোর পোকা খাওয়া দাত বলে হাসতে ভুলে গিয়েছিলি
অথচ লজেন্স খাবার ফ্যামাস একমাত্র তুই ছিলি
পরছে মনে দেখনা ভেবে একবার কোথায় হারিয়েছিলি
খুঁজে খুঁজে পেয়েছিলাম কত সন্ধ্যানের কাগজ করেছিলাম বিলি।
স্বপ্নের ঘোরে একবার তোকে ডেকেছিলাম নাম ধরে
মা বলেছিল সে তো নেই এখানে কোথায় পাবি তারে
সে অজানা দেশে পারি দিয়েছে অজানা পথ ধরে
শুধু শুধু বৃথাই তাকে খুজছিস অঘোরে।
আগুন আগুনকে জ্বালায় জ্বলেপুরে সব হয় ছাই
হিয়ার মাঝে উঠল জেগে ডুবে যাওয়া নাবিক করুন ভাবে চায়
নেই কুল কিনারা আতঙ্কে জড়িয়েছে ভয়
মাঝ সমুদ্রে ভেসে গিয়েছে নেই কোন ঠাঁই।
মোমবাতির সলতে নিজে জ্বলে করেছে আলোকিত
ধুপ পুরে সুরভিত গন্ধ ছড়ায় বাড়ায় শোভাবৃদ্ধি
অন্তর পুরে সাধের দেহখানি জ্বলে ক্ষয় হয়
এক নিমেষেই নিস্পত্তি নেই দিবা রাত।
মায়াজ্বালে জ্বলেপুরে হয়েছ ছলনার স্বীকার
নিশির আঁধারে পাপ জ্বলে হয়না শেষ বাড়ে
কেমন করে নিরব শিশু বোবা হয়ে থাকে একটু- একটু করে জ্বলেপুরে সেতো বাঁচে
আগুন জ্বলেপুরে মেটায় প্রয়োজন নেই পরে কিছু দেবার।
হৃদয় ভেঙ্গে চুরমার আরেকটি হৃদয়ে করেছে বাস
সেতো জ্বলছে দহন জ্বালায় হৃদয় ছারখার
নিজের সততা জ্বালিয়ে করেছ প্রমাণ অন্যের সততা
দেখবেনা কেউ বলবেনা কিছু অবশেষে সব শেষ।
মোমবাতি জ্বলে ক্ষয় হয় বালিশের কোনে কষ্ট চাপা
ইচ্ছা মত যায়না দেখা অনুভূতিতে অনুভূতিতে পরশমাখা
শত দুঃখ কষ্ট যন্ত্রণা চাপা থাকে বুকের মাঝে
এক মাত্র সঙ্গী হয় বালিশের কোনে কষ্ট চাপা।
লাল নীল হলুদ সবুজ সব রঙ ভালো,হয় যদি শুভ
না হলে কেউ নয় কমলা রঙ ভালো
ইচ্ছে বলে নেই কিছু হয়না সফল তাই
মনের আশা তাই দুরাশায় রয়ে যায়।
দিনের শেষে বোঝা যায় কেমন গেল দিনটি আজ
দুঃখ পেলে রাতের আঁধারে দুঃখকে খুঁজি তাই
সব কিছু যায়না বলা হোকনা যতই আপন
কষ্টের আপন যে-সে-তো বালিশের কোনে কষ্ট চাপা।
বোঝে তোমার ক্লেশ সে বুকে রাখা শত বেদনা
তাইতো তোমার আপন,মুছায় আঁখির বন্যা বন্ধু সে
বুকে রাখা ব্যথার পাজর দিয়েছে চাপা কবর
সেই গুছিয়ে রাখা বালিশের কোনে কষ্ট চাপা।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..