ইনকাফুলের ঘ্রাণ

শ্রাবণী সিংহ
কবিতা
Bengali
ইনকাফুলের ঘ্রাণ

যন্ত্রণা বাষ্প

ঝাঁপ দিচ্ছে আসা যাওয়ার পথে পাতার ভূর্জ
কে বা কারা কুড়ায়?
ধরতে চাওয়াও তো ছেলেমানুষি… নয় কি?
কি হবে ব্যর্থ মন্তাজ জড়ো করে করে?

বিকেল-পোষা জানলায় বসে
হারানো মনের রাগ থেকে ভেসে আসে পুরীয়া কল্যান-
মনে পড়ে প্রতি লাইনে তোমার দু’ এক আঁচড় খুনসুটি

বিচ্ছেদ তখন মদ হয়ে ওঠে, যন্ত্রণা বাষ্প …

পারাপার

যেন অজানা নৌকায় অথৈ যাওয়া-আসা…
অনাবিল ঘাটের পদ্ম পার হই
পারাপার শিখি , দ্বৈতগমনে যোগিনী নদীটি
হৃৎ নড়লেই আয়ত্তে এসে যায় আকাক্ষিত চর্যাগীতি
তিন-দুই ছত্র মেশে একে, একে একে চার
মৃত্যু মোহাতুর হয়ে উঠে চুম্বনে …

 

ইনকাফুলের ঘ্রাণ

গোলাপের ভালোবাসা ভুলে ইনকাফুলের ঘ্রাণ
নাকে এসে ঘুঙুর পরায় যখন
নিখিলের ছোঁয়া লাগে যেন অনন্তে …
ওঁ মধুবাতা মন্ত্র তার মধ্যেই
বাতাসে মধু, নদীর জলেও মধুর ক্ষরণ
জড়জন্তু-ধূলো সকলি মধুময়

গলে যাই ,গলে যাই তখন এক নিমেষে
সকল ভুলে
ভুল আনন্দ না নির্বাচন ভুল- কোনটি বলব?

২)
দাগা বিষ ছেনেই উৎসবের দিন আসে
উলম্ব খুশির ছোঁয়ায় দুঃখ চলে যায়
খই ছড়া উঠানে
কুলকুলি দেওয়া সহজ সন্ধ্যেতে
লোকায়তে মিশেছে সহজ নবান্ন প্রকৃতি

অপাপবিদ্ধ কুয়াশায়

সহজ আরও পৃথিবী

যে বহন করছে আমাদের

শ্রাবণী সিংহ। কবি। জন্ম ও নিবাস উত্তর-পূর্ব ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরে।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..