বাংলা
( কোরাস ) বাংলা আমার গর্ব আমার বাংলা আমার ভাবের দেশ বাংলা আমার মাতৃভাষা, বাংলা…..
আমি অবাকবিদ্ধ জেনে তুমি অপাপ
তুমি ঠিক না আমি, আমাদের গ্যাং
শোনো বাওয়াল খয়েরি হচ্ছে, শোনোনা
আমরা কোয়েলে পা রাখি, সঙ্গমটা দূরে হোক
যাদের পেট আছে তাদেরও ঠাসা আছে ইলেকট্রন
নাভির কথা থাক, উদাসীন মল্ট তাই শুয়ে আছে
খেত ছেড়ে উঠছে না
আমি বিদ্যুৎ, তুমিও। চমকাই। মেশিনগুলো গরম না হলে
দাঙ্গা হতে কতক্ষণ
আমাদের গ্যাং এই সবকিছুর মানে বলে দিল, রুটি
গোল গরম, বলে দিল খাও। বেঁচে থাকার মানে, খাও।
উদাসীন আমরা সেইথেকে..
সখের জিনিসগুলো পড়ে গেছে, আমি কী পায়রাদেরই
ফেলে দিলাম, পড়ে গেছে ভেবে? চায়ের কাপ, এই আমার দুঃখ
চিনেমাটির, এই আমার আনন্দ
রেললাইনের দিকে তাকিয়ে, মানে কিন্তু রেললাইনকে দেখা নয়, বা
ট্রেনের সময় নিয়ে কথা বলার আগে, কাল বেঁচে থাকবো কিনা, আর
কী কী হতে পারে থাকলে, উড়লে পায়রারা যেদিকে রেললাইনকে সীমানা ভেবে গুলি খেয়েছিল, ডানার আওয়াজ আর পালিয়ে গিয়েছিল গরুরা, ধুলো ওড়াতে ওড়াতে, যেদিন গোধুলি আঁকা হল
সখ তো এই গেয়ে ওঠা। পেয়ে ওঠা। চেয়ে ওঠা।
পায়রাদের হলে বুলবুলিরও হবে
চায়ের হলে, মদেরও, দোকানগুলো তো পাল্লা দিচ্ছে..
প্রস্তাব নেই। কুহক আছে, পাঠ করার আগে মনে হল
দরজাটা বন্ধ, খোলেনি। প্রস্তাব আর কুহকের ভেতরে খয়েরি রঙের দরজাটা
এমন নয় যে আপেলের রঙ সেপ্টেম্বর, যা কিছু হতে পারে, কুহক পেরিয়ে যাওয়াই যখন দরজা খুলে দাঁড়াবে
আপেল প্রস্তাব পড়বে
কুয়াশাকুহকান্ত
সে এক দুরন্ত আপেল, সে এক আর্দ্র উদাসী, কানের পাতা দুটো রেখে যে চলে গিয়েছিল এটা সেটায়…
এই যে
যে এই
লিখে মনে হল, একটা রাস্তাই লিখলাম, একটা লোক, পাশে আরেকটা
পা আছে, রাস্তাও তাই নিপীড়িত
সয়ে যাচ্ছে, মা হয়ে
বাবাদের
রাস্তা বৃষ্টি হলেই যে এইসব ভেজা শরীরের সোঁদা ক্রাশ পাঠায়
গাছের নিচে ফোঁটা ফোঁটা এই যে
হুকখোলা
শ্রাবণজলঘোলা
একটা বারান্দায় ঠেকে যায়, কাঠের রেলিং, খাঁচায় ময়না, বাইরে হঠাতই রাস্তা শেষ, আঙুলই এমন, ময়না খাচ্ছে
যার হাত থেকে
উৎস উৎস ভাব এই যে এখানেই তো, বিস্ফোরণের আগে
হারমোনিকার দিনগুলো
( কোরাস ) বাংলা আমার গর্ব আমার বাংলা আমার ভাবের দেশ বাংলা আমার মাতৃভাষা, বাংলা…..
এমন বৃষ্টির দিনে যে ছবি আঁকে নদীজল এমন বৃষ্টির দিনে স্মৃতিকে জড়িয়ে ধরি, পোশাকে তুমি।…..
ঝরাপাতা তোমার চলে যাওয়া আমাকে ব্যথিত করে না, ঝরাপাতাদের নিঃশব্দ আর্তনাদে রয়ে গেছে তোমার উপস্থিতি।…..
১. বেকার জীবন মেয়েটা আজ আট-আটটি বচ্ছর বেকার! গতকালের ইউরিন টেস্ট রিপোর্ট পজিটিভ… ২. স্বপ্ন…..