উন্মুক্ত অবয়ব

সঞ্জয় চক্রবর্তী
কবিতা
Bengali
উন্মুক্ত অবয়ব
একটা ঝড়ের পূর্বাভাস
এবং কয়েকটা অসমাপ্ত কাজ
ডাকে তারস্বরে
শুধু ঐ অন্তিমটুকু অসহ্য মনে হয়
সুতোয় বাঁধা
অবুঝ পুতুলগুলো নাচতে থাকে জীবনের “দ”-য়
সব শেষে
নৈসর্গিক মৃত্যুর দিকভ্রান্ত একফালি চাঁদ
তবুও মাটির প্রজাপতি ওড়ে
রাস্তার ধারের কল থেকে অবসন্ন জলের ফোঁটা পড়ে
টপ-টপ
সাবাস
মানুষ বাঁচতে শিখছে কুটোখড়ে আগুন জ্বালিয়ে
কালো ধোঁয়া গায়ে মেখে নামছে লড়াইয়ে
চোখের সামনে পলাশীর সেই ধু-ধু প্রান্তর
আর রক্তমাখা অতীতের উন্মুক্ত অবয়ব ।

কবি সঞ্জয় চক্রবর্তীর জন্ম বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণ বিধাননগর অঞ্চলে , এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে । তাঁর পিতা সমীর চক্রবর্তী ছিলেন শিল্পক্ষেত্রের একজন সাধারণ কর্মচারী এবং মাতা মমতাদেবী একজন গৃহিনী । সঞ্জয় চক্রবর্তী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে কলাবিভাগে প্রথমশ্রেণিতে...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..