উপেক্ষা কথা

বৈশাখী চ্যাটার্জী
কবিতা
Bengali
উপেক্ষা কথা

মরণ

আমি তোমার মনখারাপের মন্দলাগায়
একটু বেঠিক চাওয়া,
আমি তোমার মুচকি হাসির অনর্থক এক হাওয়া।
সবটা জেনেও উল্টো পথে হাঁটা
পায়ে আমার তোমার দেওয়া কাঁটা,
রক্ত ঝরায় -ব্যথায় ভরায় –
নিটোল ভালোলাগা ছুঁয়ে হায়ার মাথা খায়,
বলিহারি মরণ আমার -কেনই এমন দায়?

উপেক্ষা কথা

ছুঁড়ে ফেলা দেওয়া একটা এঁটো থালা,
রোজ এসে মাছি বসে তাতে
আঁতাত ছুঁয়ে দেখে গেছে কেউ –
রোদ , ঝড় , বৃষ্টির পরে, পরে থাকে আরও কিছু কথা…
ছুঁড়ে ফেলে দেওয়া হয় রোজ এভাবেই অনাদর ব্যথা,
পরজীবী এসে বাসা বেঁধেছিল উচ্ছিষ্ট উপসংহারের পাশে,
প্রাণ থেকে জড় যারা তাদের কী মৃত্যুও আসে?

দুরূহ

জ্যোৎস্নায় ভিজে নাব্য নদীর মতো সুখ
সেদিনের পলাতক প্রেম কলঙ্কের ছোঁয়াচ লাগা তার কঠিন অসুখ।
ফিরে আসে বালুময় বেলা,
অবেলার গায়ে তার লেগে থাকে দারুণ অবেলা।

ফেরা পথ জানে -না ফেরার আয়োজন কতখানি ছিলো,
ধূধূ রোদ কতখানি নিলো
বালুকার দিন লেগে থাকে বুকে
কলঙ্কের ছোঁয়াচ লাগা দুরূহ অসুখে।

এক প্রেমপত্র

স্বীকারক্তিতে দোষ নেই আজ
নিঃশ্বাসে বিষ আছে তোর,
আমাকে খুবলে খেতে খেতে নিঃস্ব করেছিস,
ধারালো আগুন পুড়িয়েছে কালো রাত,
অমীমাংসিত অবৈধতা দিয়ে গেছে মাত।
আজ চোখে শুধু তীব্র বিক্ষোভ,
তোর আমাকে গ্রহণ করার দায়,
যত ঋণ আজও তোর আঙিনায়,
ধুলো ঝড়ে এলোমেলো সব
চোখের বাঁকা নেশা আর অবান্তর পরাজয়,
এখনও অন্ধকার হলে কান পেতে শুনি
ও প্রান্তে ছিলো যার ঘর সে আসলে এক খুনি।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ