প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
উষ্ণতার জন্য
শীতের ভোরে মেঘলা আকাশ তোমায় কাছে পাওয়া
সবুর করনা ঘড়ির কাঁটা এতো কিসের তাড়া ।
প্রিয়া আমার রাত সোহাগী জড়িয়ে অলস্ ঘুমে
থাক না থেমে আর কিছুক্ষণ আমার বুকের ওমে ।
ডুব দিয়ে মন ফিনিক্স পাখি পুড়ুক দেহের আঁচে
সময় আজি হার মেনে যাক আমার প্রিয়ার কাছে ।
বৃষ্টি ঝরে জানলা বেয়ে দরজাটা হাট করে
থমকে থাকা সময় এখন শঙ্খ লাগা ভোরে ।
চকোর
পারবে কি তুমি আসতে মধ্য রাতে
উদোম পৃথিবী জানায় আমন্ত্রণ
যোছনা ঢালা রুপোলি আলোর স্রোতে
মুছে যায় লাজ রঙ ।
পারবে কি তুমি সাড়া দিতে নিশি ডাকে
বিষন্ন তারারা মিটিমিটি চেয়ে রয়
পুরনো পথের ধুলি ঝরে যায় অভিসারে
চাঁদ ভেজা রাতে পাথরেও কথা কয় ।
পারবে কি তুমি আসতে জোৎস্না স্নানে
আদিম পৃথিবী জানায় আহ্বান
সিসে ঢালা পথ গাছেদের ছায়া নেয় বুকে
সন্ন্যাসী মুখ চন্দন চন্দন ।
স্বয়ম্বরা
বসন্ত চলে গেছে বহুদিন
ক্রুশবিদ্ধ পেরেক এখন অনেক আলগা ।
বাড়ির মজবুত কড়িকাঠের দিকে চেয়ে
নিশ্চয় আর দৃষ্টি বিভ্রম আসে না !
এখন তো অনায়াসে শরীর ছেড়ে উড়ে আসতে পারো !
আমি বহু যত্নে তুলে রেখেছি সকালের রোদ
দু’মুঠো রোদ নিয়ে যেও ।
তোমার অজান্তে চাঁদের আলো অপেক্ষা করে বারান্দায়
অদৃশ্য হাত পর্দা টানে জানলায়
আর কতদিন সরিয়ে রাখবে নিজেকে !
বাড়ির ছায়া দীর্ঘ হতে হতে ডুবে যায় অন্ধকারে
আকাশে ম্লান চাঁদ ঘুমোতে যাবার আগে
নির্নিমেষ চোখে তাকিয়ে থাকে ।
কবে জোৎস্না মেখে তুমি স্বয়ম্বরা হবে ?
প্রিয়তমাসু
মেয়েরা বাইরে বেরোলেই হয়ে যায় পরী
অথচ পুরুষ ভালবাসে বাঁধানো ঘাটে পুষ্করিণীর টলটলে জল
যেখানে স্বপ্নের ঘরবাড়ি ।
মেয়েরা বাইরে বেরোলেই আকাশে বিছানা পাতে
অথচ পুরুষ সাজিয়ে রাখে ভালোবাসার দেওয়াল পঞ্জি
তাতে কত’না লাল দাগ ।
মেয়েরা বাইরে বেরোলেই নির্ঝরিণী
বুনো ফুলের গন্ধ
অথচ পুরুষ তাকে সাজায় পরিপাটি করে ।
মেয়েরা বাইরে বেরোলেই বিশ্বরূপ
অজন্তার গুহাচিত্র খসে পড়ে তার পায়
ক্ষতগুলো নিমেষে বিলীন ।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..