এইচ বি রিতা’র কবিতা

এইচ বি রিতা
কবিতা
Bengali
এইচ বি রিতা’র কবিতা

দেহের কোন অসুখ নেই, যতো অসুখ মনে
মন এক উড়ন্ত ঘুড়ি-সুতো ছিঁড়ে যায়
ক্ষণে ক্ষণে।

চেপে রাখি শোক-তাপ, ধূম্রবত ক্ষোভ যতনে
ঈশ্বরের কাছে মুখ লুকাই-অভিমানে
অনুক্ষণে।


জানি বেইমানী আঁটসাঁট থাকে ছায়ার মতো-
স্নায়ুতন্ত্রের গুহায়
জোঁকেদের জ্যোতি নেই তাই কামড়ে ধরে;
মায়া আর কায়ায়।


আঁটসাঁট বৃত্তে জ্বলা একটি ভঙ্গুর শরীর
সুর্য মস্তিষ্ক ক্ষয়ে স্মৃতিগুলো
বেদনা-বিধুর
মগজশূন্য গরিবের সাথে কথা হতেই
সন্ধ্যার বাতাসে স্যাঁতসেঁতে
হলো-সুর।


বৃষ্টি হতেই ফুলের ডালপালা খড়ি হয়ে যায়
মেঘ নিশ্চিত জানে বুকে ধরে রাখা জলের গতি-
কতটা অসহায়।

লাল আগুনের শব্দে ধূলিসাৎ হয়, উদগীরণে আপদ
নদীর গতিপথ পরিবর্তন হতেই সাঁতারু হয়ে ওঠে-
জনপদ।


দিনরাত লিখে যাই আবোলতাবোল
বিবাগী মন পীড়নে রাখে বলে
কী আসে যায় যদি না থাকি
সবটাই থাকুক; তোমাদের দখলে।


সময় ফুড়িয়ে আসে নিভু নিভু আলোয়-
জেগে থাকা মোমটির মতো
তুমি বোঝো, আমি খোলা চোখে ঘুমাই;
জলবসতি মাছেদের মতো।


কুণ্ডলী পাকিয়ে আকাশ ছেড়ে
মেঘ নেমেছে বুকে

খরতাপে ফাটা বুক অঝোর ধারায় বৃষ্টি চায়
মেঘ বড্ড অভিমানী
চুপিচুপি সুর তুলে আকাশ ডেকে যায়,
আয়! আয়! আয়।


ইঁদুর গর্তে লুকিয়ে থাকে মধ্যরাতের শোক
সোঁদা মাটির গন্ধ পেতেই ফুঁসে উঠে শ্লোক।

নীল সাপ কামড়ে যায় নিস্পাপ দুটি পায়ে
ব্যথা নয়, বিষ লেগে আছে আজন্ম তার গায়ে।

কে রাখে স্মরণে, মৃত ভোর-কালোত্তীর্ণ ক্ষণ
স্বীয়কর্মে দায়ী মানুষ -পাপাত্মায় অনুক্ষণ।

অন্তরিন্দ্রিয়ে ঘুণ ধরেছে-মোজাইকে দেয়াল
কায়ার সঙ্গী ছায়া-বলো কে রাখে সে খেয়াল।

৯-
প্রতিটা ঘোমটা পর্দা নয়, যেমন প্রতিটা ওড়না
ঘোমটা নয়
এই জিহ্বা স্বাদে ভরা, প্রয়োজনে প্রায়শই-
তিক্তও হয়।

সস্তা লেখক দামী লেখক, পণ্ডিত কপচান
নিজ দর্শন
তুমি-ই ঠিক আমি বেঠিক, স্বমৈথুনে কে গো
বাজায় বীন।

১০-
বয়স নয় সময় ধরে রাখি সরলরেখার
সাদা কাগজে
ঈগল চেতনার যৌবন শেষে জরার চুম্বন
থাকে কপালের ভাঁজে।

হারিয়ে গেলে প্রিয় কেউ সময়ের দাবীতে
দুঃখ করার কি আছে?
উন্মুক্ত পৃথিবীর বুকে হাহাকার করার
আরও বহু কারণ আছে।

 

 

এইচ বি রিতা। কবি, প্রাবন্ধিক ও শিক্ষক। জন্ম বাংলাদেশের নরসিংদী জেলায়। বর্তমান নিবাস কুইন্স, নিউইয়র্ক। তিনি নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল শিক্ষকতায় জড়িত রয়েছেন দীর্ঘ ১৩ বছর ধরে। পাশাপাশি কাজ করছেন দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা ভার্সনে। এছাড়াও নিউইয়র্ক থেকে প্রকাশিত...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..